বাংলা (আবশ্যিক) প্রথম পত্র
বহুনির্বাচনী অভীক্ষা
সময়ঃ ২০মিনিট পূর্ণমানঃ ২০
[দ্রষ্টব্যঃ বহুনির্বাচনী প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি ( ) বলপয়েন্ট কল দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১। পরিবারে অনুপমের আসল অভিবাবক কে?
(ক) মা (খ) বাবা
(গ) মামা (ঘ) বিনুদা
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অলভ্য জয়ের লোভে, জ্বালায় শহর, গ্রামে গ্রামে
প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্ত‚পে দূরের উল্লুক-
২। উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের কোন বিষয়টি সাদৃশ্যমান?
(ক) নির্যাতন (খ) ধ্বংসাত্মক কার্যক্রম
(খ) মুক্তিযুদ্ধ (ঘ) রাজনৈতিক কৌশল
৩। উক্ত বিষয়ে যা ফুটে উঠেছে-
(i) সভ্যতার ঐতিহ্যভাঙা
(ii) অপ্রতিরোধ্য হামলা
(iii) মানুষকে বাস্তুহারা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪। মানব-কল্যাণের সোপান রচনার দায়িত্ব কার?
(ক) রাষ্ট্রের (খ) শিক্ষকের
(গ) ব্যক্তির (ঘ) গোষ্ঠীর
৫। আঠারো বছর বয়স কী জানে না?
(ক) কাঁদা (খ) ভয়
(গ) মাথা নোয়ানো (ঘ) রক্তদানের পূর্ণ
৬। ‘একেই বলে সবচেয়ে বড় দাসত্ব।’- উক্তিটি দ্বারা ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে?
(ক) ভুল স্বীকার (খ) ধর্মের বৈষম্য
(খ) নিষ্ক্রিয়তা (খ) পরাবলম্বন
৭। ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কীভাবে সত্যকে পাওয়া যায়?
(ক) মিথ্যার মধ্য দিয়ে (খ) ভয়ের মধ্য দিয়ে
(গ) ভুলের মধ্য দিয়ে (ঘ) জেদের মধ্য দিয়ে
৮। ‘বিলাসী’ গল্পে বিলাসী কিসের প্রতীক?
(ক) প্রেমনিষ্ঠার (খ) বিনয়ের
(গ) কুণ্ঠার (ঘ) সাহসিকতার
৯। ‘তাহারেই পড়ে মনে’ কবিতা অনুসারে বসন্ত ঋতুতে-
(i) মানব মনে আনন্দ বিরাজ করে
(ii) আমের মুকুল ফোটে
(iii) দখিনা বাতাস বইতে থাকে নিচে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০। আঠারো বছর বয়স বেদনায় থরো থরো কাঁপে কেন?
(ক) শপথের কোলাহলে
(খ) জয়ের আনন্দে
(গ) অসজ্র ব্যর্থতার দ্বীর্ঘশ্বাসে
(ঘ) অভিমানে
১১। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে?
(ক) প্রকৃতিতে (খ) কবির মনে
(গ) প্রিয়জনের মনে (ঘ) কবিভক্তের মনে
১২। ‘আঠারে বছর বয়স’ কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কী সঁপে দেয়?
(ক) আত্মা (খ) প্রাণ
(গ) জীবন (ঘ) রক্ত
১৩। ‘অপরিচিতা’ গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে?
(ক) অনুপম (খ) কল্যাণী
(গ) হরিশ (ঘ) বিনুদাদা
১৪। ‘আমার পথ’ প্রবন্ধে প্রকাশিত হয়েছে-
(ক) অনিন্দ্য দেশপ্রেম (খ) সত্যের স্বরূপ
(গ) মিথ্যার প্রবঞ্চনা (ঘ) ত্যাগের মহিমা
১৫। ‘বিলাসী’ গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে?
(ক) সওগাত (খ) ভারতী
(গ) মোহাম্মদী (ঘ) পূর্বাশা
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান।
১৬। উদ্দীপকের ভাব ‘মানব কল্যাণ’ প্রবন্ধের কোন দিকের প্রতিফলন?
(ক) পরোপকার (খ) আত্মোৎসর্গ
(গ) প্রতিদান (ঘ) পরনির্ভরতা
১৭। প্রবন্ধ ও উদ্দীপকে যে বক্তব্য ফুটে উঠেছে, তা হচ্ছে-
(i) মানবসেবা (ii) মনুষ্যত্ববোধ
(iii) জীবে প্রেম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৮। কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন?
(ক) মামা (খ) বিনুদাদা
(গ) পন্ডিমশাই (ঘ) হরিশ
১৯। ‘বিলাসী’ গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে?
(ক) সরকারকে (খ) ব্রাক্ষণকে
(গ) ইংরেজকে (ঘ) ক্ষত্রিয়কে
২০। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘উত্তরী’ শব্দের অর্থ কী?
(ক) কুয়াশা (খ) উত্তর দিক
(গ) চাদর (ঘ) শীতের তীব্রতা
২১। গ্যাস কর্তৃক কৃতকাজ সম্পন্ন হলে নিচের কোনটি প্রযোজ্য হবে?
(ক) আয়তন বৃদ্ধি পায় (খ) আয়তন হ্রাস পায়
(গ) ভর বৃদ্ধি পায় (ঘ) ভর হ্রাস পায়
২২। পরমশূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহীর আচরণ কোনটির অনুরূপ?
(ক) অতিপরিবাহী (খ) সুপরিবাহী
(গ) পরিবাহী (ঘ) কুপরিবাহী
২৩। একটি তারের রোধ ২ ওহম। এ তারটির উপাদান ও প্রস্থচ্ছেদ ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করে যে রোধ পাওয়া যাবে-
(ক) ১ ওহম (খ) ২ ওহম
(গ) ৩ ওহম (ঘ) ৪ ওহম
২৪। সমোজ্ঞ প্রক্রিয়ায় কোন আদর্শ গ্যাসে তাপ দিলে-
(ক) গ্যাসের অন্তঃস্থ শক্তি বাড়বে (খ) গ্যাস ধনাত্মক কাজ করবে
(গ) গ্যাস ঋনাত্মক কাজ করবে (ঘ) প্রক্রিয়াটি সম্ভব নয়
২৫। 15ms-1 বেগে চলমান 5kg ভরের একটি বস্তুর উপর 10N বল কত সময় ধরে প্রয়োগ করা হলে সেটি 100m দূরত্ব অতিক্রম করবে?
(ক) 5s (খ) 7.5s (গ) 8s (ঘ) 10s
১৯। ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণকে কী বলে?
(ক) জড়তার ভ্রামক (খ) টর্ক
(গ) কৌণিক ভরবেগ (ঘ) চক্রগতির ব্যাসার্ধ
২০। 98N ওজনের একটি বস্তুকে 2ms-2 ত্বরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে?
(ক) 20N (খ) 49N (গ) 196N (ঘ) 98N
২১। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের মধ্যে কোণের মান কত হলে কাজের পরিমাণ সর্বোচ্চ হয়?
(ক) ০০ (খ) ৪৫০ (গ) ৯০০ (ঘ) ৩০০
২২। একটি সরলদোলকের ফাঁপা দোলক পিন্ডকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে এর দোলনকালের কি ঘটবে?
(ক) পূর্বাপেক্ষা দ্বিগুণ হবে (খ) বৃদ্ধি পাবে
(গ) একই থাকবে (ঘ) হ্রাস পাবে
২৩। একক চাপে কোন গ্যাসের এক মৌলের আয়তন ও গ্যাসটির পরম তাপমাত্রার অনুপাত নিচের কোনটি নির্দেশ করে?
(ক) আনবিক ভর (খ) সার্বজনীন গ্যাস ধ্রুবক
(গ) গ্যাস ধ্রুবক (ঘ) কোনটিই নয়
২৪। ঘূর্ণিঝড়ের উৎপত্তির সাথে বায়ুর কোন অবস্থাটি যুক্ত-
(ক) উচ্চ চাপ (খ) নিম্নচাপ
(গ) স্থিরচাপ (ঘ) স্থির সুষম তাপমাত্রা
২৫। সরল ছন্দিত একটি বস্তু কণার গতির সমীকরণ x = Asinwt, উহার ত্বরণ কত?
(ক) -w2x (খ) w2x (গ) -wx2 (ঘ) wx