একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বাংলা প্রস্তুতি

বিষয়ঃ বাংলা (সৃজনশীল)
সময়ঃ ২ ঘণ্টা ৩০ মিনিট                                পূর্ণমানঃ ৭০

একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বাংলা প্রস্তুতি
ক : বিভাগ – গদ্য

১। মাতৃস্নেহের তুলনা নাই, কিন্তু অতিস্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃহৃদয়ে মমতার প্রাবল্যে, মানুষ আপনাকে হারাইয়া আপন শক্তির মর্যাদা বুঝিতে পারে না। দুর্বল অসহায় পক্ষীপাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়।
(ক) ‘রসন চৌকি’ শব্দের অর্থ কী?
(খ) ‘মামা বিবাহ-বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না।’- কেন?
(গ) ‘মাতৃস্নেহের আধিক্যে পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়।” উদ্দীপকের এই মন্তব্যের সাদৃশ্যমূলক প্রভাব রয়েছে ‘অপরিচিতা’ গল্পের অনুপম চরিত্রে- বুঝিয়ে লেখো।
(ঘ) “উদ্দীপকে বর্নিত মাতৃস্নেহের আধিক্যে অনুপম চরিত্রের বিকাশ ব্যাহত হয়েছে ঠিকই কিন্তু পত্রের পরিগতিতে বৃত্তভাঙা ভিন্ন এক ব্যক্তি হিসেবে তাকে পাওয়া যায়।”- মন্তব্যটি তোমার মতামতসহ যাচাই করো।

২। সংকোচের বিজলতা নিজের অপমান।
সংকটের কল্পনাতে যোয়ো না য়িমান-
মুক্ত করো ভয়,
আপন-মাঝে মক্তি দরো, নিজের করো জয়-
দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো,
নিজের দীন নিঃসহায় যেন কভু না জেনো।
(ক) ‘আমার পথ’ প্রবন্ধে ‘সম্মার্জনা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(খ) ‘আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে’- বুঝিয়ে লেখো।
(গ) উদ্দীপক ও ‘আমার পথ’ প্রবন্ধের বিষয়গত বৈসাদৃশ্য আলোচনা করো।
(ঘ) উদ্দীপকে যে দিধা, ভয় সংকোচের কথা বলা হয়েছে ‘আমার পথ’ প্রবন্ধে তা দূরীকরণের উপায়ও আছে।”- মন্তব্যটি যাচাই করো।

৩। ঢাকার ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে অর্ধমাইল দীর্ঘ শোভাযাত্রা বাহির হয়। শোভাযাত্রীগণ ‘নুরুল আমিনের রক্ত চাই,’ ‘নাজিমুদ্দিন গদি ছাড়’ প্রভৃতি ধ্বনি করিতে থাকে। শোভাযাত্রীগণ লালদীঘি ময়দানে জমায়েত হইয়া সভা করে।
(ক) বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়ে অনশন ভাঙান কে?
(খ) “মানুষের যখন পতন আসে তকন পদে পদে ভুল হতে থাকে’- ব্যাখ্যা করো।
(গ) “উদ্দীপকের সাথে ‘বায়ান্নর দিনগুলো’ শীর্ষক রচনার পটভ‚মিগত অভিন্নতা রয়েছে”- মন্তব্যটি যাচাই করো।
(ঘ) “বায়ান্নর দিনগুলো’ রচনায় বক্তার বিড়ম্বিত পারিবারিক জীবনের নানা তথ্য রয়েছে যা উদ্দীপকে নেই।”- যুক্তি দিয়ে বিচার করো।

একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বাংলা প্রস্তুতি

৪। মাস তিনেক পর শহরে গেরিলা অপারেশন করতে এসে রাজাকারের হাতে ধরা পড়ে মিনহাজ উদ্দিন। ওকে ক্যাম্পে এনে বকুল গাছের সঙ্গে ঝুলয়ে রাখা হয়। উলঙ্গ শাস্তি সকালে দশ বেত। বিকেলে দশ বেত। এমন দৃশ্য রহমত আলীর জীবনের শ্রেষ্ঠ আনন্দ। শুধু জানালায় বসে থাকলে এ দৃশ্য পুরোপুরি উপভোগ করা যায় না। বেত মারার আগেই বকুলতলায় এসে দাঁড়ায়। দু’কান ভরে মিনহাজ উদ্দিনের গোঙ্গানি শোনে। বেইমানের এমন চরম শাস্তিই তো পাওয়া উচিত। যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য ভীতু লোকটা সাহসী হয়ে গিয়েছিল। পালিয়েছিল বাড়ি থেকে।
(ক) ‘রেইনকোট’ গল্পের উর্দুর প্রফেসরের নাম কী?
(খ) ‘রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুর”- বাক্যটির তাৎপর্য বুঝিয়ে লেখো।
(গ) “উদ্দীপক বর্ণিত নির্যাতন চিত্র ‘রেইনকোট’ গল্পের মিলিটারির বর্বরোচিত আচরণের সাথে সাদৃশ্যযুক্ত।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
(ঘ) ‘রেইনকোট’ গল্পে মুক্তিযোদ্ধাদের যে গেরিলা আক্রমণের সার্থক চিত্র পাই তা উদ্দীপকে নেই।”- মন্তব্যটির সাথে তুমি কি একমত? যুক্তি দিয়ে বিচার করো।

খ বিভাগ – কবিতা

৫। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ। ডা. মুহম্মদ শহীদুল্লাহ ৬৫০ খ্রি: থেকে চর্যাপদের কাল ধরেচেন। হাজার বছরেরও অধিক সময় পূর্বে রচিত হওয়ায় পদকর্তাদের জীবন ইতিহাস বিস্তারিত জানা সম্ভব হয় না। রচয়িতাদের পরিচিত কালের প্রবাহে ধূসর হয়ে গেলেও তাঁদের রচনাগুলোর ভাষা ও বিষয় নিয়ে গবেষণার অন্ত নেই। ‘চর্যাপদ’ বাংলা ভাষা ও সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত।
(ক) ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(খ) ‘ভরা নদী ক্ষুরধারা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
(গ) “উদ্দীপকের বিভিন্ন পদকর্তার রচনা’ সোনার তরী’ কবিতার সোনার ধানের মতোই।”- মন্তব্যটি ব্যাখ্যা করো।
(ঘ) “উদ্দীপকের পদরচয়িতাগণ এবং ‘সোনার তরী’ কবিতার কৃষক যেন একই নিয়তির শিকার।”- তোমার মতামতসহ আলোচনা করো।

৬। চিত্রশিল্পী কাজী ইকবাল স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে বেড়াতে গিয়েছিলেন কক্সবাজার সমুদ্র সৈকতে। হঠাৎ আসা সুনামির আঘাতে ভেসে গেল তার পরিবারের সবাই। নিজে বেঁচে গেলেও বিয়োগান্তুক এই ঘটনার শোকে ভীষণ ভেঙে পড়লেন। ছবি আঁকা নেশা ও পেশা হলেও তিনি আর কখনোই হাতে তুলে নেননি ছবি আঁকার তুলি কিংবা রং।
(ক) “দক্ষিণ দুয়ার গেছে খুলি?”- প্রশ্নটির কার?
(খ) “ফুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী”- পঙক্তিটি বুঝিয়ে লেখো।
(গ) উদ্দীপকের ভাববস্তুর সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাববস্তুর সাদৃশ্য আলোচনা করো।
(ঘ) “তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির প্রকৃতি ঘনিষ্ঠ যে মনোবেদনা বর্ণিত হয়েছে উদ্দীপকে তা অনুপস্থিত।”- মন্তব্যটির যথার্থতা যাচাই করো।

৭। তরুণ নামের জয়মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরমাণ, গতিবেগ …. ন্যায়, তেজ নির্মেষ আষাঢ় মধ্যাহ্নে মার্তন্ড প্রায়; বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।
(ক) আঠারো বছর বয়স পদাযাতে কী ভাঙতে চায়?
(খ) আঠারো বছর বয়সকে কবি ‘দুঃসহ’ বলেছেন কেন?
(গ) উদ্দীপকের সাথে ‘আঠারো বছর বয়স’ কবিতার সাদৃশ্যমূলক আলোচনা করো।
(ঘ) “এদেশের বুকে আঠারো আসুক নেমে’- পাঠ্য কবিতায় এ সুর থাকলেও উদ্দীপকে তা প্রতিধ্বনিত হয়নি।”- যুক্তি দিয়ে বিচার করো।

গ বিভাগ- সহপাঠ [উপন্যাস: লালসালু

৮। বাংলাদেশের টেকনাফ অঞ্চলের এক গ্রামের গরিব অসহায় পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। কারণ, ওই বাড়ির ছেলের বিয়েতে গ্রামের মাতব্বর পরিবারকে দাওয়াত করা হয়নি। একারণেই খেপে যায় মাতব্বর ও তার লোকজন। সভা করে একঘরে করে দেয় সেই গরিব পরিবারটিকে। পরিবারের লোকদের বাইরে যাওয়ার রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
(ক) ‘লালসালু’ উপন্যাসে সাত ছেলের বাপের নাম কী?
(খ) মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় কেন?
(গ) উদ্দীপকের টেকনাফ অঞ্চলের ঘটনাটির সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? কেন?
(ঘ) “উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং ‘লালসালু’ উপন্যাসের মজিদ অভিন্ন চেতনার অনুসারী।”- মূল্যায়ন করো।

৯। সুপ্রভা প্রভুত্ব করার চেয়ে নির্ভর করিতেই ভালোবাসে বেশি, আদর পাওয়াটাই তার জীবনে সবচেয়ে বড়ো প্রাপ্য। মন্দার গৃহিণীপনার ভিত্তিও ওইখানেই- সুপ্রভাকে দে নয়নের মণি করিয়া রাখিয়াছে। কে বলিবে সুপ্রভা তাহার সতীন? ¯েœহ-বক্সে সুপ্রভার দিনগুলিকে সে ভরাট করিয়া রাখে।… সতীনের সংসারেও তাই এখানে কলহ-বিবাদ মান-অভিমান মন-কষাকষি নাই।
(ক) ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?
(খ) “এখন সে ঝড়ে মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড়গাড়া বৃক্ষ”- উদ্ধৃতিটি ব্যাখ্যা করো।
(গ) “উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত ঘটনার সাদৃশ্য রয়েছে।”- বুঝিয়ে লেখো।
(ঘ) “উদ্দীপকের মন্দার ও সুপ্রভার চেয়ে পাঠ্য উপন্যাসের রহিমা ও জমিলা অধিকতর প্রাণবন্ত ও শক্তিশালী।”- বিশ্লেষণ করো।

ঘ বিভাগ- সহপাঠ [নাটক : সিরাজউদ্দৌলা]

১০।শহিদ ক্যাপ্টেন বাশার চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ক্যাপ্টেন বাশার সেনানিবাস পরিত্যাগ করে হালি শহরে অবস্থান নেন এবং পাকিস্তান আর্মির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। পাকিস্তানি বাহিনী এদেশীয় দালাল মারফত তাঁর অবস্থান শনাক্ত করলে তিনি ধৃত হন। তাঁকে ক্যাম্পে বন্দি করে রাখা হয় এবং অনানুষিক নির্যাতন করে তথ্য আদায়ে ব্যর্থ হয়ে গুলি করে হত্যা করা হয়। এ রকম নির্যাতনেও দমে যায়নি মুক্তিপাগল বাংলার মানুষ। মুক্তিকামী জনতার সম্মিলিত সংগ্রামের ফলে এদেশে স্বাধীন হয়েছে।
(ক) কোম্পানি ঘুষখোর ডাক্তার কে?
(খ) “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা”- সংলাপটি বুঝিয়ে লেখো।
(গ) উদ্দীপকের এদেশীয় দালাল ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা করো।
(ঘ) “উদ্দীপকে জনতার সম্মিলিত সংগ্রামে এদেশ স্বাধীন হলেও ‘সিরাজউদ্দৌলা’ নাটকে প্রতিরোধ না করে লোকজন মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছে।”- উক্তিটির সত্যতা যাচাই করো।

১১। একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী দেশজুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। অগ্নিসংযোগ, লুন্ঠন, নির্যাতনের মধ্যদিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। যুদ্ধবিধস্ত এই বাংলাদেশ নিয়ে নিউইয়র্কে ম্যান্ডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় অবিস্মরণীয় সংগীত সন্ধ্যা। উদ্যোক্তা ও শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্কর। ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’ নামক এই অনুষ্ঠান থেকে সংগৃহীত বিপুল অর্থ বাংলাদেশের জন্য ইউনিসেফের শিশু সাহায্য তহবিলে তাঁরা দান করেন।
(ক) ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপ কার?
(খ) ‘আমার শেষ যুদ্ধ পলাশিতেই”- ব্যাখ্যা করো।
(গ) উদ্দীপকের জর্জ হ্যারিসন ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন বিদেশি চরিত্রের সাথে তুলনীয়? কেন?
(ঘ) উদ্দীপকটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সাথে কতটুকু যোগসূত্র স্থাপন করেছে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top