তৃতীয় প্রান্তিক পরীক্ষায় তৃতীয় শ্রেণির প্রাথমিক গণিত প্রস্তুতি

শ্রেণিঃ তৃতীয়
বিষয়: প্রাথমিক গণিত
সময়ঃ ২ ঘন্টা                                                                                     পূর্নমানঃ ৬০
[বি.দ্র: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১ নং ও ১০ নং প্রশ্নসহ মোট ৭ টি প্রশ্নের উত্তর দাও:

১। সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
(ক) ৯৬৪৮ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান কত?
(খ) ১৬x৪ = ৪ এখানে ভাজক কত?
(গ) আগের ও পরের সংখ্যা কত ৯৯৯৯ ।
(ঘ) ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে কি বলে?
(ঙ) ১ কেজি = কত গ্রাম?
(চ) কয়টিতে এক ডজন?
(ছ) ১০ টাকার ৫টি নোটে কত টাকা?
(জ) কত সেন্টিমিটারে ১ মিটার?
(ঝ) যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কী বলে?
(ঞ) একটি বর্গক্ষেত্রের বাহু কয়টি?

২। একটি নার্সারিতে ৬২০ টি গোলাপ, ৭২০ টি জবা ও ৯৪০ টি গাঁদা ফুলের চারা আছে।
(ক) গোলাপ ও জবার ফুলের চারার সমষ্টি কত?
(খ) গাঁদা ও গোলাপ ফুলের চারার সমষ্টি কত?
(গ) ঐ বাগানে মোট কতটি ফুলের চারা আছে?

৩। সমাধান কর:
(ক) ১৩০৮ (খ) ৭১৮৯
৭৮ ২৬৯২
+ ৩২০৫ –

৪। সমাধান করঃ
(ক) ৩৫ টাকা ২০ পয়সা (খ) –
+ ৫৮ টাকা ৭০ পয়সা

সমাধান কর:
৫। আরিফের বয়স ১৯ বছর। তার পিতার বয়স ৪৮ বছর এবং মাতার বয়স ৪৩ বছর।
(ক) পিতার বয়স মাতার বয়স অপেক্ষা কত বেশী?
(খ) ৫ বছর পূর্বে কার বয়স কত ছিল?
(গ) ১০ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?

৬। একটি ইলিশ মাছের দাম ৪৮০ টাকা, একটি রুই মাছের দাম ৩১০ টাকা ও একটি বোয়াল মাছের দাম ৩৭০ টাকা।
(ক) ৩টি রুই মাছের দাম কত?
(খ) ৫টি ইলশ মাছের দাম কত?
(গ) ২টি বোয়াল মাছ ও ২টি ইলিশ মাছের দাম একত্রে কত হবে?

৭। ১টি ভগ্নাংশের লব ৪ ও হর ৯ অপর একটি ভগ্নাংশের লব ১ ও হর ৯।
(ক) ভগ্নাংশ দুটি লেখ।
(খ) ভগ্নাংশ দুটির যোগফল নির্ণয় কর।
(গ) ভগ্নাংশ দুটির বিয়োগফল নির্ণয় কর।

৮। ১টি রাস্তার দৈর্ঘ্য ৭ কিলোমিটার ৩৫০ মিটার।
(ক) ৭ কিলোমিটারকে মিটারে প্রকাশ কর।
(খ) রাস্তার দৈর্ঘ্য কত মিটার।
(গ) রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ কর।

৯। মনিরের বাসা থেকে তার স্কুলের দূরত্ব ৩ কিলোমিটার ৭৫০ মিটার এবং বাজারের দূরত্ব ৪ কিলোমিটার ২৫০ মিটার।
(ক) মনিরের বাসা থেকে তার স্কুলের দূরত্বকে মিটারে প্রকাশ করো।
(খ) মনিরের বাসা থেকে বাজারের দূরত্ব কতমিটার?
(গ) মনিরের বাসা থেকে বাজারের দূরত্ব স্কুলের দূরত্বের চেয়ে কত মিটার বেশি?

১০। (ক) সংজ্ঞা লেখ ( যে কোন দুইটি)
(i) সমকোণ (ii) আয়তক্ষেত্র (iii) সমবাহু ত্রিভুজ
(খ) চিত্র অংকন কর ( যে কোন ২টি)
(i) সামান্তরিক (ii) বর্গক্ষেত্র (iii) সৃক্ষকোণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top