বিষয়ঃ অর্থনীতি ২য় পত্র (সৃজনশীল)
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমানঃ ৭০
নির্বাচনী পরীক্ষায় অর্থনীতি ২য় পত্র প্রস্তুতি
যে কোন ৭টি প্রশ্নের উত্তর দাও। সকল প্রশ্নের মান সমান
১। রাকিব ও তুহিন একই গ্রামের দুইজন কৃষক। রাকিবের ছোট আয়তন জমিতে যে ফসল উৎপাদন হয় তা দ্বারা তার পরিবারের কোন রকমে জীবন নির্বাহ করতে পারে, অন্য দিকে তুহিন তার বৃহৎ আয়তন জমিতে চাষাবাদের আধুনিক পদ্ধতি ব্যবহার করে মুনাফা অর্জন করে।
ক) কৃষি কি?
খ) কৃষি খামার ও কৃষি জোত দুই ভিন্ন ধারনা ব্যাখ্যা কর।
গ) উদ্দীপক রাকিবের খামারের ধরন চিহ্নিত করে এ ধরনের খামারের দুটি সমস্যা তুলে ধরো
ঘ) উদ্দীপকে উল্লেখিত রাকিব ও তুহিনের খামারের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা কর।
২। বাংলাদেশের কৃষি এখনও ও বাংলাদেশে প্রকৃতির উপর নির্ভরশীল বিশ্বব্যাপী অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, কার্বন নিগময় প্রভাবে বিশ্বে বৈশ্বিক উষ্ণতা বৃদিধ পাচ্ছে, ফলে জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। এর প্রভাবে বন্যা, খরা প্রাকৃতিক দুর্যোগ সমগ্র পৃষ্ঠার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশের কৃষি অতি মাত্রায় ঝুঁকিতে রয়েছে। কৃষি কার্যক্রমের অভিযোজন কৌশল বাস্তায়নের জন্য সরকার একটা তহবিল গঠন সহ বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে।
ক) কৃষি ঋন কি?
খ) বাংলাদেশের কৃষি কি প্রকৃতির উপর নির্ভরশীল? ব্যাখ্যা কর।
গ) বাংলাদেশের কৃষিতে জলবায়ুর পরির্তননের প্রভাব সমূহ উদ্দীপকের আলোকে আলোচনা কর।
ঘ) জলবায়ু পরিবর্তনে মোকাবেলা সরকার কর্র্তত্ত গৃহিত কার্যক্রম গুলো উদ্দীপকের আলোকে আলোচনা করো।
৩। মি: রহমান একটা গার্মেন্টন শিল্প পরিচালনা করেন। এ শিল্প বাংলাদেশে খুব দ্রুত বিকাশিত হচ্ছে। এ শিল্পের উৎপাদনে দ্রব্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করে। বর্তমানে এ শিল্প ৫০ লক্ষের মত লোক কাজ করে। মোট রপ্তানী আয়ের সিংহ ভাগ এ শিল্প বেশ সুনাম রয়েছে।
ক) শিল্প কাহাকে বলে?
খ) শিল্প সংরক্ষণ বলতে কি বুঝায়?
গ) উদ্দীপকের উল্লেখিত শিল্পটি কোন ধরনের শিল্প ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের উল্লেখিত শিল্পটি বাংলাদেশের কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক
মুদ্রা অর্জনে গরুত্বপূর্ণ খাত ব্যাখ্যা করো।
নির্বাচনী পরীক্ষায় অর্থনীতি ২য় পত্র প্রস্তুতি
৪। প্রদীপের সংসারের মোট সাত জন সদস্য। অভাবের সংসার। প্রদীপ ও তার মা কোন একটা গ্রামের এনজিও থেকে ঋণ নিয়ে হস্তচালিত তাঁতের লুঙ্গি, শাড়ি, গামচা তৈরী করেন। এ কাজে তাদের দাদা দাদীও সাহায্য করেন। কিন্তু হস্তচালিত হওয়ায় তাদের উৎপাদন কমও সময় সাপেক্ষে। তাই প্রদীপ আর ও ঋন নিয়ে কয়েকটি মেশিন কিনে শাড়ি , লুঙ্গি, গামছার পাশাপাশি কিচু হোসিয়ারী দ্রব্য তৈরী করে। ফলে তার আয় যেমন বাড়ে সবার কর্মসংস্থানের ব্যবস্থা তৈরী হয় দারিদ্র কমে তেমনি দেশের উন্নতি হয়।
ক) মাঝারী শিল্প কাহাকে বলে?
খ) ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য কী?
গ) প্রদীপের শিল্প কি ধরনের শিল্প? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের আলোকে উল্লেখিত শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর।
৫।যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে রাজু স্থানীয় বাজারে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলল। এখানে কম্পিউটার বেসিক প্রশিক্ষণ আউটসোসিং এর মাধ্যমে উপার্জন ইত্যাদি প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে, স্থানীয় তরুনেরা প্রশিক্ষণ নিয়ে তাদের বেকারত্ব দূর করছে এবং ভালো আয় করছে। রাজুর চাকুরি খোঁজার আর চিন্তা নেই।
ক) মানব সম্পদ উন্নয়ন কী?
খ) জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে-ব্যাখ্যা কর।
গ) রাজুর প্রচেষ্টা অর্থনীতিতে কী নামে পরিচিত-ব্যাখ্যা কর।
ঘ) বাংলাদেশের কর্মসংস্থানের জন্য এরকম প্রশিক্ষনের প্রয়োজন রয়েছে মতামতসহ বিশ্লেষণ করো।
৬।
ক) জনসংখ্যার ঘনত্ব কী?
খ) শিক্ষা ও প্রশিক্ষণ মান সম্পদ উন্নয়নে সহায়তা করে ব্যাখ্যা করো।
গ) উদ্দীপক অনুসারে নিম্নজনসংখ্যা ও অধিক জনসংখ্যা স্তর-ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপক থেকে কাম্য জনসংখ্যা স্তর বোঝা যায় যুক্তি সহকারে বিশ্লেষন করো
৭। অর্থনৈতিক উন্নয়ন ও কল্যানমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে প্রচুর ব্যয় করতে হয়। শিক্ষা চিকিৎসা আইন শৃঙ্খলা রক্ষা সামাজিক নিরপত্তা , কমংস্থান বৃদ্ধি প্রভাতি খাতে সরকারকে প্রচুর ব্যয় করতে হয়, তবে এসব ঋনের দক্ষ ব্যবহার না করতে পারলে তা দেশের জন্য ক্ষতিকর হয়।
ক) আবগরি শুল্ক কী?
খ) মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?
গ) উদ্দীপকের আলোকে সরকারি খাতে ব্যয়ের খাত গুলো বর্ণনা কর।
ঘ) ঋণ গ্রহনের মাধ্যমে ব্যয় নির্বাহের অসুবিধা সম্পর্কে তোমার মতামত দাও।
৮। একদিন শিক্ষক ছাত্র/ছাত্রীদের বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে কর দিতে হয়। আয় কর, ভুমি কর, সম্পদ কর ইত্যাদি প্রত্যক্ষ কর। আবার ঠঅঞ, বিক্রয় কর, আমদানী শুল্ক রপ্তানী শুল্ক প্রমোদ কর পণ্য কর ইত্যাদি পরোক্ষ কর। তিনি আরও বলেন পরোক্ষ করের চেয়ে প্রত্যক্ষ কর বেশি অপ্রিয়।
ক)রপ্তানী শুল্ক কী?
খ) প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য লিখ।
গ) করের বিভিন্ন উৎস উদ্দীপকের আলোকে আলোচনা কর।
ঘ) উদ্দীপকের আলোকে প্রত্যক্ষ কর বেশি অপ্রিয় হওয়ার যুক্তিগুলি কান ব্যাখ্যা কর।
৯। লিটন যশোর থেকে শাক সবজি ক্রয় করে ঢাকায় স্থানীয় বাজারে বিক্রয় করে এবং ঢাকা থেকে কাপড় কিনে যশোর বিক্রয় করে অন্য দিকে লিটনের বন্ধু মিলন শাক-সবজি ও হিমায়িত মাছ সৌদি আরবে বিক্রয় করে এবং ভারত থেকে পিয়াজ রসুন, আমদানী করে।
ক) বিশ্বায়ন কী?
খ) বৈদেশিক সাহায্য বাংলাদেশের জন্য আবশ্যক-ব্যাখ্যা কর।
গ) উদ্দীপক লিটনের বাণিজ্যকে কোন ধরনের বানিজ্য বলা হয়-ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপক লিটনের ব্যবসার সাথে মিলনের ব্যবসার তুলনামূলক বিশ্লেষন কর।
১০। সালাম সাহেব যে দেশে বাস করে, সে দেশের ২০১৫ ও ২০১৮ সালের বিভিন্ন দ্রব্যের দাম ও পরিমান তালিকা দেওয়া হলো:
ভোগ্য পণ্য |
পরিমান | দাম ২০১৫ |
দাম ২০১৮ |
চাল |
৩৫ কেজি ১০ কেজি ৫ কেজি ১২ কেজি |
৫০ টাকা ৪০ টাকা ৮৫ টাকা ৭৫ টাকা |
৬০ |
দেশটি সরকার দ্রব্য মুল্য স্থিতিশীল রাখার তাগিদে ব্যাংক হার, সঞ্চয় পত্রের সুদের হার বৃদ্ধি অর্থের যোগান হ্রাস পরোক্ষ কর নগদ রিজার্ভের অনুপাত উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ গ্রহন করে।
ক) সূচক সংখ্যা কি?
খ) মুদ্রাস্ফীতি উৎপাদনকারী উপর সুফল বয়ে আনে-ব্যাখ্যা কর।
গ) উদ্দীপক সালাম সাহেবের দেশে ভোক্তার মূল্য সূচক নির্ণয়কর কর।
ঘ) সরকারের গৃহিত কার্যক্রম দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে কিভাবে ভুমিকা পালন করে ব্যাখ্যা কর।
১১। হাবিব সাহেব একজন গ্রাম্য কৃষক। তুষার সাহেব একজন গ্রাম্য মহাজান। হাবিব সাহেব তার কৃষি কার্য পরিচালনার জন্য প্রতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিয়ে থাকেন। ২০১৪ সালে হাবিব সাহেব ৪০০ টাকা মন আলু , ৬০০ টাকা মন ধান বিক্রয় করে। ২০২০ সালে হাবিব সাহেব ৮০০ টাকা মন আলু ও ১০০০ টাকা মন ধান বিক্রয় করেন্ এতে হাবিব সাহেব খুমি হলে তুষার সাহেবের মন খারাপ। কারন দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে এবং অর্থের মূল্য কমে গেছে।
ক) মুদ্রাস্ফীতি কাহাকে বলে?
খ) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনে অর্থে যোগান নিয়ন্ত্রন কর। আবশ্যক কেন?
গ) উদ্দীপকের আলোকে ২০১৪ সালের তুলনায় ২০২০ সালে মুদ্রাস্ফীতির হার নির্ণয় কর।
ঘ) মুদ্রাস্ফীতির ফলে তুষারের মন খারাপ হওয়ার কারন ব্যাখ্যা কর।