শ্রেণী-৪র্থ
বিষয়ঃ প্রাথমিক বিজ্ঞান
সময়-২ ঘন্ট পূর্ণমান-১০০
১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখঃ
(১) খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কী ত্যাগ করে?
(ক) অক্সিজেন (খ) হাইড্রোজেন (গ) কার্বন ডাই অক্সাই (ঘ) নাইট্রোজেন
(২) বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়?
(ক) বায়ু (খ) পানি (গ) মাটি (ঘ) খাদ্য
(৩) তোমার একটি পোষা বিড়াল আছে, এটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি কোথা থেকে পায়।
(ক) মাটি (খ) পানি (গ) খাদ্য (ঘ) বায়ু
(৪) তিমি কোথায় বাস করে?
(ক) নদীতে (খ) সমুদ্রে (গ) মরুভ‚মিতে (ঘ) বনভ‚মিতে
(৫) মেরু ভাল্লুকের দেহের ঘন পশম তাকে কী ভাবে সাহায্য করে?
(ক) গরম থেকে বাঁচতে (খ) কিছু প্রাণীকে দূরে সরিয়ের রাখতে
(গ) ঠান্ডা থেকে বাঁচতে (ঘ) সাঁতার কাটতে
(৬) কোনটি বিলুপ্ত প্রাণী?
(ক) ডোডো পাখি (খ) রয়েল বেঙ্গল টাইগার
(গ) ঘুঘু (ঘ) মেরু ভাল্লুক
(৭) মাটি দূষণের কারণ কী?
(ক) যেখানে সেখানে আর্বজনা ফেলা (খ) আবর্জনা কুড়ানো
(গ) কম্পোষ্ট ব্যবহার করা (ঘ) রিসাইকেল করা
(৮) কীভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়?
(ক) জমিতে একই ফসল চাষ (খ) ফসল আবর্তন
(গ) জমিতে পানি দেওয়া (ঘ) কীটনাশক ছিটানো
(৯) কোনটি প্রাণী থেকে আসা খাদ্য?
(ক) পাউরুটি (খ) পনির (গ) বিস্কুট (ঘ) বাদাম
(১০) কোন খাদ্যের প্রধান উপদান শর্করা?
(ক) দুগ্ধজাত খাদ্য (খ) খাদ্যশস্য ও আলু
(গ) শাকসবজি (ঘ) মাওন ও ডাল
(১১) কোথায় বৃষ্টি পাতের পরিমাণ অনেক কম?
(ক) সমুদ্র এলাকায় (খ) বনে (গ) মরুভ‚মিতে (ঘ) মেরু অঞ্চলে
(১২) নিচের কোনটি অজৈব সার?
(ক) গোবর (খ) সবুজ সার (গ) ইউরিয়া (ঘ) কম্পোস্ট সার
(১৩) খাদ্যে কত ধরনের পুষ্টি উপাদান থাকে?
(ক) পাঁচ (খ) ছয় (গ) আট (ঘ) সাত
(১৪) পরিবেশ পরিবর্তনে কার ভ‚মিকা সবচেয়ে বেশী?
(ক) গবাদি পশু (খ) প্রাকৃতিক দুর্যোগ (গ) মানুষ (ঘ) উদ্ভিদ
(১৫) ভিটামিন ‘এ’ এর অভাবে কোন রোগ হয়?
(ক) স্কার্ভি (খ) অ্যানিমিয়া (গ) রাতকানা (ঘ) বেরি বেরি
(১৬) নিচের কোনটি প্রাণিজ আমিষ?
(ক) মটর শুঁটি (খ) দুধের ছানা (গ) ডিম (ঘ) মুগডাল
(১৭) সকল জীবের —- প্রয়োজন?
(ক) আবাস স্থল (খ) আশ্রয় স্থল (গ) পানি (ঘ) উপরে সবগুলি
(১৮) শক্তির মূল উৎস কী?
(ক) মাটি (খ) পানি (গ) বায়ু (ঘ) সূর্য
(১৯) বেঁচে থাকার জন্য প্রয়োজনয়ি শক্তি মানুষ কোথা থেকে পায়?
(ক) বায়ু (খ) পানি (গ) মাটি (ঘ) খাদ্য
(২০) লবনাক্ত পানির বিশাল ভান্ডার হলো-
(ক) সমুদ্র (খ) নদী (গ) পুকুর (ঘ) বিল
২। সঠিক শব্দ দিয়া শুন্যস্থান পূরণ কর?
(ক) জীব তার প্রয়োজনীয় সকল বস্ত ——- থেকে পেয়ে থাকে।
(খ) উদ্ভিদ খাদ্য তৈরিতে ——- পানি এবং বায়ু প্রয়োজন।
(গ) উদ্ভিদ এবং প্রাণী ——- বিভিন্ন স্থানে বাস করে।
(ঘ) উট তার পিঠের কুঁজে ——- জমিয়ে রাখে।
(ঙ) লবনাক্ত পানির বিশাল ভান্ডার হলো ——- ।
(চ) উদ্ভিদ প্রাণীর মত করে ——- গ্রহণ করে না।
(ছ) উদ্ভিদ ও প্রাণী উভয়ই ——-।
(জ) খাদ্য থেকে আমরা বিভিন্ন ——- উপাদান পেয়ে থাকি।
(ঝ) গোবর ও কম্পোস্ট ——- সার।
(ঞ) ভিটামিন ‘সি’ এর অভাবে ——- রোগ হয়।
৩। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করঃ
বাম পাশ ডান পাশ
(ক) খাদ্য শস্য আম
(খ) শাকসবজি দই
(গ) ফল সয়াবিন
(ঘ) দুগ্ধজাত খাদ্য ফুলকপি
(ঙ) তেল ও চর্বি ধান
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তর পত্রে লিখঃ
(ক) জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন?
(খ) উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ৩টি পার্থক্য লেখ?
(গ) আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লেখ?
(ঘ) ভিটামিন ‘‘সি’’ এর উৎস কী?
(ঙ) নিরাপদ খাদ্য বলতে কি বোঝায়?
(চ) পানি বাহিত তিনটি রোগের নাম লেখ?
(ছ) কোন কোন প্রাকৃতিক দূর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে?
(জ) পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী?
(ঝ) মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি?
(ঞ) উভচর প্রাণী কাকে বলে?
৫। নিচের প্রশ্নগুলো হতে যে কোন ৬টি প্রশ্নের উত্তর লিখঃ
(ক) মানুষ কীভাবে পরিবেশের পরিবর্তন করছে তিনটি বাক্যে লিখ?
(খ) পুষ্টি কী? আমিষ ও শর্করা জাতীয় খাদ্যের ২টি করে নাম লেখ।
(গ) উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয় তা ৩টি বাক্যে লিখ।
(ঘ) কীভাবে আমরা মাঠি দূষণ রোধ করতে পারি বর্ণন কর?
(ঙ) সুষম খাদ্য কেন প্রয়োজন বাখ্যা কর।
(চ) কীভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় ৩টি বাক্যে লিখ?
(ছ) শরীর সুস্থ রাখতে হলে আমাদের কী কী করতে হবে ২টি বাক্যে লিখ?