প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান প্রস্তুতি

শ্রেণী-৫ম
বিষয়ঃ প্রাথমিক বিজ্ঞান
সময়-২ ঘন্ট                                                                পূর্ণমান-১০০

১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখঃ
(১) উদ্ভিদ কোন উপদানটি ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে?
(ক) অক্সিজেন (খ) কার্বন ডাই অক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) ইউরিয়া
(২) শক্তির মূল উৎস কোনটি?
(ক) উদ্ভিদ (খ) চাঁদ (গ) সূর্য (ঘ) প্রাণী
(৩) কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল?
(ক) আলো (খ) পানি (গ) বাতাস (ঘ) খাদ্য
(৪) কোনটি বায়ু দূষনের কারণ?
(ক) কীটনাশকের ব্যবহার (খ) কলকারখানার ধোঁয়া
(গ) উচ্চ শব্দে গান বাজানো (ঘ) রাসায়নিক পদার্থের মিশ্রণ

(৫) পরিবেশ সংরক্ষনের উপায় কোনটি?
(ক) অনবায়ন যোগ্য শক্তি ব্যবহার করা (খ) মোটর গাড়ী ব্যবহার করা
(গ) জীবাশ্ম জ্বালানী ব্যবহার করা (ঘ) রিসাইকেল করা
(৬) উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন?
(ক) পানি (খ) মাটি (গ) আলো (ঘ) বায়ু
(৭) পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানো প্রক্রিয়াকে কী বলে?
(ক) ছাঁকন (খ) থিতানো (গ) ফুটানো (ঘ) ঘনীভন
(৮) চিপসের প্যাকেট কোন গ্যাস ব্যবহার করা হয়?
(ক) অক্সিজেন (খ) কার্ব ডাই অক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) জলীয় বাষ্প
(৯) নিচের কোনটি যান্ত্রিক শক্তি?
(ক) বায় প্রবাহ (খ) জ্বালানী তেল (গ) চুলা আগুন (ঘ)তাপ

(১০) খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে?
(ক) আলোক শক্তি (খ) তাপ শক্তি (গ) যান্ত্রিক শক্তি (ঘ) রাসায়ানিক শক্তি
(১১) শক্তির মূল উৎস কোনটি?
(ক) উদ্ভিদ (খ) প্রাণী (গ) সূর্য (ঘ) চাঁদ
(১২) ঈগল সাপকে খায়। এখানে ঈগল ও সাপের মধ্যে সম্পর্ক কী?
(ক) খাদক ও খাদ্য (খ) খাদ্য শৃঙ্খলা ও খাদ্য
(গ) খাদ্য ও খাদ্যজাল (ঘ) খাদ্যজাল
(১৩) এসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি?
(ক) অক্সিজেন (খ) নাইট্রোজেন (গ) হাইড্রোজেন (ঘ) কার্বন ডাইঅক্সাইড
(১৪) বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ রোধের উপায় কোনটি?
(ক) বর্জ্য পোড়ানো (খ) বর্জ্যের পরিশোধন
(গ) বর্জ্য জমিয়ে রাখা (ঘ) বর্জ্য ঢেকে রাখা

(১৫) নিচের কোনটির কারণে জলীয় বাষ্প মেঘরূপে পাহাড়ের চূড়ায় পৌছায়?
(ক) নদী প্রবাহ (খ) পানি প্রবাহ (গ) বায়ু প্রবাহ (ঘ) হিম প্রবাহ
(১৬) পানি জীবানুমুক্ত করার ভালো উপায় নিচের কোনটি?
(ক) থিতানো (খ) ছাঁকন (গ) ফিল্টার (ঘ) ফুটানো
(১৭) রুমা এক বোতল কোমল পানীয় পান করল। এর পানীয়ের সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশানো থাকে-
(ক) স্বাভাবিক চাপে (খ) নিম্ন চাপে
(গ) চাপহীনভাবে (ঘ) উচ্চ চাপে
(১৮) নৌকায় পাল ব্যবহার করা হয় কেন?
(ক) বায়ু প্রবাহের সাহায্যে চলতে
(খ) নৌকায় সৌন্দর্য বৃদ্ধি করতে
(গ) দিক নির্ণয়ের জন্য
(ঘ) দিক নির্ণয়ের জন্য
(১৯) নিচের কোনটি রাসায়নিক শক্তি?
(ক) বায়ু প্রবাহ (খ) জ্বালানি তেল (গ) চুলার আগুন (ঘ) তাপ
(২০) কোনো কিছু করার সামর্থ্যক কী বলে?
(ক) কাজ (খ) ক্ষমতা (গ) শক্তি (ঘ) টান

২। শূন্যস্থান পূরন করঃ
(ক) কোনো কিছু করার ——- হলো শক্তি।
(খ) মানুষের বিভিন্ন ——- বায়ু দূষনের একটি বড় কারণ।
(গ) পানি দূষণ জীবের জন্য ——-।
(ঘ) প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে ——-।
(ঙ) একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে ——- তৈরি করে।
(চ) বায়ু দূষণ মানুষের ——- জন্য ক্ষতিকর।
(ছ) ভূ-পৃষ্ঠের পানি সূর্যের তাপে ——- হয়।
(জ) সৌর প্যানেল সৌরশক্তিকে ——- শক্তিতে রূপান্তরিত করে।
(ঝ) মানুষের ——- কর্মকান্ড বায়ু দূষণের একটি বড় কারণ।
(ঞ) পানি দূষণের ফলে ——- প্রাণী মারা যায়।

৩। বাম পাশের বাক্যংশের সাথে ডান পাশের বাক্যংশগুলো মিল করঃ
বাম পাশ                                                 ডান পাশ
(ক) পানি দূষণ মেঘ সৃষ্টি করে
(খ) পানি দূষনের প্রধান কারণ জলজ প্রাণী মারা যাচ্ছে
(গ) ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে বাষ্পে পরিণত হয়
(ঘ) পানি দূষনের ফলে জীবের জন্য ক্ষতিকর
(ঙ) মাটিতে শোষিত পানি পানি বিশুদ্ধ করে
মানুষের কর্ম কান্ড
ভূ-গর্ভস্থ পানি হিসাবে জমা থাকে

৪। সংক্ষেপে উত্তর লেখঃ
(ক) খাদ্য শৃঙ্খল কাকে বলে?
(খ) বায়ু দূষণ কাকে বলে?
(গ) বায়ু প্রবাহের ১টি ব্যবহার লেখ?
(ঘ) আমরা যখন টেলিভিশন চালাই তখন বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তিরিত হয়?
(ঙ) শক্তির ১টি রুপের নাম লেখ?
(চ) খাদ্যজাল কাকে বলে?
(ছ) পানি দূঘণ প্রতিরোধের দুইটি উপায় লেখ?
(জ) শক্তির পাঁচটি রূপের নাম লেখ।
(ঝ) পরাগয়ন কী?
(ঞ) বায়ু দূষণ প্রতিরোধের ২টি উপায় লেখ।

৫। যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাওঃ
(ক) পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল ৬টি বাক্যে বুঝিয়ে লেখ?
(খ) পানির দূষণ বলতে কি বুঝ? পানি দূষনের ১টি কারণ লেখ? পানি দূষণের ৩টি ক্ষতিকর প্রভাব লেখ?
(গ) শব্দ দূষণ বলতে কী বুঝ? কি কীভাবে শব্দ দূষণ বোধ করা যায়, তা চারটি বাক্যে লেখ।
(ঘ) মাটি দূষণ কী? মাটি দূষনের দুইটি কারণ ও প্রভাব লেখ।
(ঙ) বায়ু দূষনের ৩টি ক্ষতিকর প্রভাব লেখ? কীভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় তা ৩টি বাক্যে লেখ?
(চ) শক্তি কী? শক্তির ৪টি রুপের নাম লেখ?
(ছ) পদার্থ কাকে বলে? পদার্থ কত প্রকার ও কী কী-প্রত্যেক প্রকারের একটি করে বৈশিষ্ট্য লেখ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top