বিষয়ঃ বাংলা (বহুনির্বাচনী)
সময়ঃ ৩০ মিনিট পূর্ণমানঃ ৩০
একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বাংলা প্রস্তুতি
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
স্বাধিকার আন্দোলনের সময় এদেশের মানুষ ‘জয় বাংলা’, বীরবাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগানে শহর-বন্দর-গ্রাম আন্দোলিত করে তোলে।
১। ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় উল্লিখিত সাদৃশ্যপূর্ণ- স্লোগানগুলো হলো-
(i) রাজবন্দিদের মুক্তি চাই
(ii) পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা
(iii) বাঙালিদের শোষণ করা চলবে না
নিচের কোনটি সটিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২। উদ্দীপকে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার কোন চেতনা প্রকাশ পেয়েছে?
(ক) বিচারহীনতার প্রতিবাদ (খ) রাষ্ট্রভাষা বাংলা চাই
(গ) রাজবন্দিদের মুক্তির আকাক্সক্ষা (ঘ) পরাধীনতা থেকে মুক্তি
৩। ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?
(ক) ঐতিহ্য (খ) ইতিহাস
(গ) সুনাম (ঘ) জনশ্রুতি
৪। ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’- এর প্রতীকী তাৎপর্য কোনটি?
(ক) শীত প্রকৃতির রিক্ততা (খ) বসন্তের বিপরীত রূপ
(গ) পত্রপুষ্পহীন আদিগন্ত পথ (ঘ) কবির মন জুড়ে থাকা প্রিয়জন তারানোর বেদনা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
‘শুনি রাজা কহে, ‘বাপু, জানো তো হে, করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা ওটা দিতে হবে।”
৫। উদ্দীপকের রাজার সাথে ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্য চরিত্র কোনটি?
(ক) ঘোষ মশায় (খ) বিপিন
(গ) জনাদ্দন (ঘ) গোকুল
৬। উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
(ক) দুর্বলের ওপর উৎপীড়ন (খ) অসহায়ের আক্ষেপ
(গ) আধিপত্যবাদ (ঘ) নীরব প্রতিবাদ
৭। ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কীভাবে সত্যকে পাওয়া যায়?
(ক) আত্মাকে চেতনার মধ্য দিয়ে (খ) দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত হয়ে
(গ) ভুলের মধ্য দিয়ে গিয়ে (ঘ) আগুন সত্য তৈরির মাধ্যমে
একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বাংলা প্রস্তুতি
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
‘কে কবি- কবে কে মেরে? ঘটকালি করি
শবদে শবদে বিয়া দেয় যেই জন”,
৮। উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার নিম্নোক্ত সাদৃশ্যপূর্ণ পঙ্কক্তি কোনটি?
(ক) আমি কবি এবং কবিতার কথা বলছি
(খ) আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারব
(গ) সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা
(ঘ) জিহ্বার উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা
৯। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় উল্লিখিত কবির কাজ উদ্দীপকের কবির তুলনায় ভিন্নতর। নিচের কোনটিতে তা প্রকাশ পেয়েছে?
(ক) কবিসৃস্ট শব্দবন্ধ কবিতা
(খ) স্বপ্নস্রষ্টা কবির কবিতা স্বপ্নদ্রষ্টা
(গ) কবি অনিবার্য অভ্যুত্থানের কথা বলেন
(ঘ) কবি স্বাধীনতার কথা বলেন
১০। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি?
(ক) মন্দির (খ) চরিত্রহীন
(গ) দেনাপাওনা (ঘ) পল্লি-সমাজ
১১। “যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে।’- এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে?
(ক) সাজসজ্জা (খ) মার্জিত সুরুচি
(গ) সৌন্দর্য (ঘ) উদাসীনতা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
“ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব, এখানে শুকনো পাতার আগুন জ্বালো।”
১২। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পঙক্তি কোনটি?
(ক) মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী
(খ) আমি মানি না কো কোনো আইন
(গ) বলবীর-বল উন্নত মম শির
(ঘ) আমি উম্মন মন উদাসীর
১৩। উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে?
(ক) মহানুভবতার অনিন্দ্য প্রকাশ
(খ) বিপ্লবী চেতনার অবসায়নের আহ্বান
(গ) অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
(ঘ) রাজশক্তিকে সতর্কবার্তা প্রদান
১৪। ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) মাত্রাবৃত্ত (খ) অক্ষরবৃত্ত
(গ) সমিল প্রবহমান অক্ষরবৃত্ত (ঘ) যতি স্বাধীন অক্ষরবৃত্ত
১৫। ‘প্রতিদান’ কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) অনিষ্টকারীকে ক্ষমা প্রদান
(খ) বাসযোগ্য, সুন্দর পৃথিবী বিনির্মাণ
(গ) অনিষ্টকারীকে শাস্তি প্রদান
(ঘ) অপকারীর উপকার
১৬। ‘মানবকল্যাণ’ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানবকল্যাণ হল-
(i) মহৎ চিন্তা-ভাবনারই ফলস
(ii) ভিক্ষুককে ভিক্ষা প্রদান
(iii) গভীর মূল্যবোধের উৎসারণ
নিচের কোনটি সটিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৭। ‘একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে পাঁচটা খানসেনা খতম,।’ তথ্যটি ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়?
(ক) লেখক (খ) নূরুল হুদা
(গ) আসমা (ঘ) দোকানদার
১৮। ওপরওয়ালাদের নির্দেশ বঙ্গবন্ধুকে নারায়নগঞ্জে কোথায় রাখা হয়েছিল?
(ক) জাহাজ ঘাটে (খ) পুলিশ ব্যারাকের ঘরে
(গ) ভিক্টোরিয়া পার্কে (ঘ) থানা হাজতে
১৯। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?
(ক) নিজ বাসভ‚বনে (খ) বন্দি শিবির থেকে
(গ) বিধ্বস্ত নীলিমা (ঘ) বুক তার বাংলাদেশের হৃদয়
২০। “এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?
(ক) তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
(খ) তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
(গ) আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
(ঘ) দুর্বার গতিতে এগিয়ে চলা
২১। সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
(ক) দৈনিক বাংলা (খ) দৈনিক স্বাধীনতা
(গ) পূর্বাশা (ঘ) সবুজপত্র
২২। কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৯৯ (খ) ১৯০৩
(গ) ১৯০৫ (ঘ) ১৯৩৬
২৩। ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ কীসের প্রতীক?
(ক) মহাকাল (খ) সমকাল
(গ) সৃষ্টিকর্ম (ঘ) কালস্রোত
২৪। সিরাজকে হত্যা করতে মোহাম্মদি বেগ অগ্রিম বাবদ কত টাকা দাবি করে?
(ক) পাঁচ হাজার (খ) দশ হাজার
(গ) পনেরো হাজার (ঘ) বিশ হাজার
২৫। “ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব, লুৎফা।”- উক্তিটি কার?
(ক) আমেনা বেগমের (খ) ঘষেটি বেগমের
(গ) মোহাম্মদি বেগের (ঘ) সিরাজের
২৬। ‘সোনার তরী’ কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পঙক্তিটিতে প্রকাশ পেয়েছে?
(ক) আমার সোনার ধানে গিয়েছে ভরি
(খ) এখন আমারে লহো করুণা করে
(গ) গগনে গরজে মেঘ ঘন বরষা
(ঘ) যাহা ছিল নিয়ে গেল সোনার তরী
২৭। “গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম। ‘সুনাম’ কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সুনাম (খ) অপমান
(গ) কুখ্যাতি (ঘ) দুর্নাম
২৮। ‘অপরিচিতা’ গল্পে গল্প বলার পটু কে?
(ক) অনুপম (খ) মামা
(গ) বিনুদা (ঘ) হরিশ
২৯। “তুমি কি হরফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই?”- এ প্রশ্ন কে করেছে?
(ক) মজিদ (খ) বেপারি
(গ) আমেনা বিবি (ঘ) জমিলা
৩০। “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”- কাদের কথা বলা হয়েছে?
(ক) যারা আল্লাহর ওপর ভরসা রাখে না
(খ) যারা নাফরমানি করে
(গ) ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন
(ঘ) মোদাচ্ছের পিরের মাজারবিশ্বাসী মানুষ