শ্রেণীঃ ৬ষ্ঠ
বিষয়ঃ বাংলা ১ম পত্র (সৃজনশীল)
সময়ঃ ২ ঘন্টা ৩৫ মিনিট পূর্ণমানঃ ৭০
অর্ধ-বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র প্রস্তুতি
ক-বিভাগ
যে কোন ২ টি প্রশ্নের উত্তর দাও:
১। কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে হাজি সাহেব তার যাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিক্সা কালামকে একটি ভ্যানগাড়ি আর হাফজকে একটি সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে যাও, আর সাধ্যমতে গরীব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না। কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল।
(ক) স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন?
(খ) স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন?
(গ) কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা কর।
(ঘ) হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ কর।
২। ১৬ বছর বয়সী নাজিন মুস্তফা। একটি হুইল চেয়ারে চড়ে সে রওনা দিয়েছে সিরিয়া থেকে, গন্তব্য জার্মানী। সেখানে রয়েছে তার ভাই। দারুন স্বপ্নবাজ এই কিশোরী। সে মহাকাশচারী হতে চায়। বিশ^ব্রম্ভান্ড দেখতে চায়। এলিয়েন খুঁজে বের করতে চায়।
(ক) মিনু কখন ঘুম থেকে ওঠে?
(খ) বাবা ফিরে আসবে-মিনু এ ধারণা করে কেন?
(গ) উদ্দীপকের নাজিন মুস্তাফার সাথে মিনু গল্পের মিনউ-সাদৃশ্য তুলে ধর।
(ঘ) জীবন পরিক্রমায় মিনু ও নাজিম মুস্তাফা ভিন্ন- মন্তব্যটির সত্যতা যাচাই কর।
৩। আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওয়াানা হলাম। উদ্দেশ্য ছিল, দুচোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্রগ্রাম আবার সেখান থেকে কক্সবাজার গেলাম, সেখান থেকে সেন্টমার্টিন কী অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল পাথরের ছড়াছড়ি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক রাজপুরী। সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়-,কাঁকড়ারা দল বেঁধে আল্পনা আঁকে। সেন্টমার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভ‚মি অদেখাই থেকে যেত।
(ক) নীলনদ আর পিরামিডের দেশ কার লেখা?
(খ) উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন?
(গ) ভ্রমণকরীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কী মিল খুঁজে পাওয়া যায়, বর্ণনা কর।
(ঘ) সেন্টমার্টিন না গেলে প্রাকৃতিক সৈীন্দর্যের এই লীলাভ‚মি অদেখাই থেকে যেত-বক্তব্যটি বিশ্লেষণ কর।
খ-বিভাগ
যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও:
৪। ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা;
তাহার মাঝে আছে দেশ এক-সকল দেশের সেরা;
ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে-আমার জন্মভ‚মি
(ক) কবির অঙ্গ জুড়ায় কিসে?
(খ) কবি শেষ ইচ্ছা ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপক ও কবিতার জন্মভ‚মিকে রাণী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
৫। আলিম ও জামিল দুই ভাই। প্রবাসে গিয়ে আলিম প্রচুর গারি সবই করেছেন। অপর দিকে জামিল কেবল নিজের ব্যবস্থাই করেছেন। অপর দিকে জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যাস্ত নন। পরিবার ও পাড়া প্রতিবেশির সুখে দুঃখে তিনি এগিয়ে যান। অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হোন।
(ক) অবনী শব্দের অর্থ কী?
(খ) সংসারকে সফর অঙ্গন বল হয়েছে কেন ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের জামিল সুখ কবিতার বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা কর।
(ঘ) আলিমের সুখ প্রকৃত সুখ নয়-সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
অর্ধ-বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র প্রস্তুতি
৬। গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান
নাকি দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মযাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি
(ক) ডাঙা শব্দের অর্থ কি?
(খ) বর্ণে বর্ণে নাই রে বিশেষ নিখিল জগৎ বিষ্মময়-চরণদুটির ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের কবিতাংশের সঙ্গে মানুষ জাতি কবিতার সাদৃশ্য নিরুপন কর।
(ঘ) উদ্দীপকের ভাবার্থই ‘মানুষ জাতি’ কবিতার কবির চেতনায় প্রতিফলিত হয়েছে। বিশ্লেষণ কর।
গ-বিভাগ
৭। সারাংশ লিখ: বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, যে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষাও অধিকতর মূল্যবান। অতএব কেবল বিদ্বান ব্যক্তি বলিয়াই কোন কোন লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারেনা। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার তজনভান্ডার পূর্ণ করিয়াও থাকে তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে কোনো কোনো বিষধর সাপের মস্তিষ্কে মনি থাকে। মনি বহু মূল্যাবান পদার্থ বটে। কিন্তু তাই বলিয়াই যেমন মনি লাভের নিমিত্তে বিষধর সাপের সহচর্য করা বুদ্ধিমানের নহে-সেইরুপ বিদ্যা আদরনীয় বিষয় হইলেও বিদ্যালাভের নিমিত্ত বিদ্বান দুর্যনের নিকট গমণ বিবেয় নহে।
অথবা, সারমর্ম লেখ:
ছোট ছোট বালু কনা, বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ সাগর অতল
মুহুর্ত নিমেষ কালে তুচ্ছ পরিমান
রচে যুগ যুগান্তর অনিদ্রা মহৃন।
ক্রসে টানে পাপ পথে, ঘটায় প্রসাদ
প্রতি করুনার দান স্নেহপূর্ণ বানী
এ ধারায স্বর্গসুখ নিত্য দেয় আনি।
৮। ভাব সম্প্রসারণ করঃ
লোভে পাপ পাপে মৃত্যু
অথবা
শিক্ষাই জাতির মেরুদন্ড।
৯। তোমার বোনের বিবাহ উৎসকে যোগদানের জন্য নিমন্ত্রণ জানিয়ে তোমার কোন বন্ধুর নিকট অথবা একখানা পত্র লেখ।
১০। অনুচ্ছেদ রচনা: শীতের সকাল অথবা তোমার পড়ার ঘর।
১১। যে কোন ১ টি বিষয়ে রচনা লেখ:
(ক) অধ্যাবসায়
(খ) মাতাপিতার প্রতি কর্তব্য
(গ) সত্যবাদিতা