শ্রেণীঃ ৬ষ্ঠ
বিষয়ঃ বাংলা ১ম পত্র (বহুনির্বাচনী)
সময়ঃ ৩০ মিনিট পূর্ণমানঃ ৩০
অর্ধ-বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির বাংলা বহুনির্বাচনী প্রস্তুতি
সঠিক উত্তরটি খাতায় লিখ। প্রতিটি প্রশ্নের মান ১।
১। ফেরেশতা কেন ইহুদিদের কাছে এসেছিলেন?
(ক) সাহায্য নেয়ার জন্য (খ) পরীক্ষা নেওয়ার জন্য
(গ) শিক্ষা দেওয়ার জন্য (ঘ) মূল্যায়নের জন্য
২। শহীদুল্লার জন্ম কোন গ্রামে?
(ক) ইয়ারা গ্রামে (খ) পেয়ারা গ্রামে
(গ) শিকড় গ্রামে (ঘ) সবল সিংহপুড় গ্রামে
৩। মিনু কখন ঘুম থেকে ওঠে?
(ক) ভোর ৪ টায় (খ) ভোর ৫ টায়
(গ) সকাল ৭ টায় (ঘ) সকাল ৮ টায়
৪। মিনু ছিল কেমন?
(ক) বাক প্রতিবন্ধী (খ) দৃষ্টিপ্রতিবন্ধী
(গ) অস্বাভাবিক (ঘ) শ্রবণপ্রতিবন্ধী
৫। কায়বোর রোস্তোঁরায় কোন খাবার পাওয়া যায়নি?
(ক) চাইনিজ (খ) বাঙালী খাবার
(গ) ভারতীয় খাবার (ঘ) মুরগী মুসল্লম
৬। মিশরের সভ্যতা গড়ে উঠেছিল-
(i) প্রাচীনকালে
(ii) নীলনদকে ঘিরে
(iii) মধ্যযুগে
নিচের কোনটি সঠিক?
(ক) (i) ও (ii) (খ) (i) ও (iii)
(গ) (ii) ও (iii) (গ) i, ii, iii
৭। লেখকের বর্ণনায় কায়বোতে বৃষ্টিপাত কেমন হয়?
(ক) দৈব্যৎ (খ) বছরে একবার
(গ) সবসময় (ঘ) মাঝে মাঝে
৮। ক্যারাভান বলতে কি বুঝানো হয়েছে?
(ক) সহযাত্রী (খ) কাফেলা
(গ) ভ্রমণপিপাসু (ঘ) মুসাফির
৯। রোমাঞ্চিত শব্দের অর্থ কি?
(ক) আনন্দিত (খ) দুঃখিত
(গ) ক্রন্দনরত (ঘ) হাস্যকর
১০। নূর শব্দের অর্থ কি?
(ক) আলো (খ) পাথেয়
(গ) অখুশি (ঘ) সপথ
১১। কবির মন আকুল হয় কিসে?
(ক) চাঁদের আলোয় (খ) গাছের ছায়ায়
(গ) ফুলের গন্ধে (ঘ) জন্মভ‚মির আলোয়
১২। অতি কান্নায় কি হয়?
(ক) মাথা ন্যাড়া (খ) হৃদয় ভার
(গ) গা অবশ (ঘ) হাত অবশ
অর্ধ-বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির বাংলা বহুনির্বাচনী প্রস্তুতি
১৩। সত্তেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
(ক) ৮০ বছর (খ) ৪০ বছর
(গ) ৩৩ বছর (ঘ) ৩২ বছর
১৪। মানুষ সবসময় কি খুঁজে বেড়ায়?
(ক) শত্রু (খ) দোসর
(গ) অর্থ (ঘ) সম্পদ
১৫। মানব জাতির ভেতরে কি?
(ক) কালো (খ) সাদা
(গ) সমান রাঙা (ঘ) সমান দুঃখ
১৬। কে সুখ লাভ করবে?
(ক) যে উপকার করবে
(খ) যে জীবনসংগ্রামে জয়ী হবে
(গ) যে আত্মসচেতন হয়ে উঠবে
(ঘ) কোনটিই নয়
১৭। কবি সংসারকে কি বলেছেন?
(ক) নক্ষত্রালয় (খ) যুদ্ধক্ষেত্র
(গ) সংসারক্ষেত্র (ঘ) তামাশাক্ষেত্র
১৮। জনৈক বঙ্গমহিলা কি?
(ক) রবীন্দ্রনাথের ছদ্মনাম
(খ) কামীনী রায়ের ছদ্মনাম
(গ) বেগম সুফিয়া কামালের ছদ্মনাম
(ঘ) আয়শা সিদ্দিকার ছদ্মনাম
১৯। প্রাণীজগতে একমাত্র কাদের ভাষা আছে?
(ক) পাখির (খ) পশুর
(গ) মানুষের (ঘ) সবার
২০। ভাষাকে দেশ গানের কি হিসাবে গ্রহণ করা হয়
(ক) মাধ্যম (খ) হাতিয়ার
(গ) অঙ্গ (ঘ) বাহক
২১। বাংলা ভাষা কত লোকের ভাষা?
(ক) প্রায় ১০ কোটি (খ) প্রায় ৩০ কোটি
(গ) প্রায় ১৫ কোটি (ঘ) প্রায় ৫ কোটি
২২। চলিত ভাষার সৃষ্টি হয়েছে?
(ক) ১৯০৯ সালে (খ) ১৯১০ সালে
(গ) ১৯১২ সালে (ঘ) ১৯১৪ সালে
২৩। তৎসম শব্দের ন ব্যাবহারের নিয়মকে কি বলে?
(ক) নত্ব বিধান (খ) ষত্ব বিধান
(গ) রুপতত্ত¦ (ঘ) দ্ধনিতত্ত¡
২৪। আকাশে চড়ে যে- তাকে এক কথায় কি বলে?
(ক) খেচর (খ) গোচড়
(গ) মেচড় (ঘ) উভচর
২৫। কারক কত প্রকার?
(ক) দুই প্রকার (খ) তিন প্রকার
(গ) চার প্রকার (ঘ) ছয় প্রকার
২৬। উৎকৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) নিকৃষ্ট (খ) সর্বোৎকৃষ্ট
(গ) উত্তম (ঘ) খুব ভালো
২৭। বিদ্যালয় শব্দের সঠিক সন্ধি¦ বিচ্ছেদ কোনটি?
(ক) বিদ্যা+আলয় (খ) নব+আলয়
(গ) বিদো+আলয় (ঘ) মহা+বিদ্যালয়
২৮। অর্ধচন্দ্র বাগধারার অর্থ কি?
(ক) গলাটিপা (খ) গলাধাক্কা
(গ) টিপে মারা (ঘ) আমড়া কাঠের ঢেঁকি
২৯। বর এর বিপরীত শব্দ-
(ক) বধূ (খ) বান্ধবী
(গ) স্ত্রী (ঘ) বৌ
৩০। নিচের কোনটি নিত্য পুংলিঙ্গ?
(ক) কবিরাজ (খ) শিক্ষক
(গ) বন্ধু (ঘ) সাহেব