শ্রেণিঃ তৃতীয়
বিষয়ঃ বাংলা
সময়ঃ ২ ঘন্টা পূর্নমাণঃ ৬০
তৃতীয় প্রান্তিক পরীক্ষায় তৃতীয় শ্রেণির বাংলা প্রস্তুতি
নিচের অনুচ্ছেদটি পড় ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাওঃ
১৯৭১ সাল মুক্তিযুদ্ধের বছর। পাকিস্তানি সেনাশাসক ইয়াহিয়া ক্ষমতায়। তার হুকুমকেই বাংলাদেশে নির্মম গনহত্যা হয়। তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি। বাংলাদেশের মানুষ আবার তাঁকে নতুনভাবে জানতে পারল। ইনি সেই কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার চ‚ড়ান্ত নকশা করেছেন তিনি।
১। নিচের কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করঃ
শব্দ শব্দার্থ
হুকম আদেশ
শিল্পী পটুয়া
চূড়ান্ত সর্বশেষ
মুক্তিযুদ্ধ দেশের জন্য যুদ্ধ
দানব দৈত্য
(ক) ১৯৭১ সাল —— বছর।
(খ) ইয়াহিয়া —— বাংলাদেশে নির্মম গনহত্য্যা হয়।
(গ) বাংলাদেশের জাতীয় পতাকার —— নকশা করেছেন তিনি।
(ঘ) তার চেহারাকে —— মত করে আকলেন।
(ঙ) মিনি ছবি আঁকেন তাকে —— বলে।
২। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাওঃ
(ক) ইয়াহিয়া কে ছিলেন?
(খ) বাংলার মানুষ তাঁকে নতুন করে কীভাবে জানতে পারল?
(গ) কামরুল হাসান সর্ম্পকে ২টি বাক্য লেখ।
৩। যুক্তবর্ণ বিভাজন করে নতুন শব্দ তৈরী করঃ (৫টি)
ঙ্গ, স্ব, ষ্ণ, ক্ষ, ল্প, ক্ত, ন্ন
৪। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখঃ
সোমা রাতুলের চোখের সামনে একটা আঙল উঁচিয়ে ধরে বলল কয়টা আঙুল বলো তো রাতুলবলল পাঁচটা সবাই একচোট হেসে উঠল বোঝাগেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না।
৫। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন, শব্দগুলো দিয়ে পাঁচটি প্রশ্নবোধ বাক্য তৈরী কর।
গ্রামের নাম শীতলপুর। তপুর মামাবাড়ি। গ্রামখানি ছবির মতো সুন্দর। প্রতিবছর গ্রীষ্মের ছুটিতে তপু মামাবাড়ি যায়। সাথে মা-বাবা আর বোন কান্তা। শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দে সময়কাটে।
৬। বিপরীত শব্দ (মিলকরণ) ৫টি
খাঁটি বিদেশ
বড় পিছনে
দেশ নকল
সামনে ছোট
আনন্দ পাতাল
আকাশ বেদনা
৭। এক কথায় প্রকাশ করঃ (৫টি)
(ক) ভয় নেই এমন।
(খ) যা সাধারণ নয়।
(গ) দেশ সেবায় যারা ব্রত পালন করে।
(ঘ) পছন্দ করা হয় এমন।
(ঙ) যার মৃৃত্যু নেই।
(চ) পূর্ব দিকে আছে এমন দেশ।
(ছ) কাপড় বোনে যে।
৮। প্রদত্ত বিষয়ের উপর ৫টি বাক্য লেখঃ
‘‘আমাদের গ্রাম”।
৯। মনে কর, তোমার নাম মাহি। তুমি মিলনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী । তুমি তোমার বিদ্যালয়ের লাইব্রেরি হতে বই পড়ার জন্য সদস্য হতে চাও। তত্যের আলোকে নিচের ফরমটি পূরণ করঃ
তথ্যের আবেদন ফরম:
১। শিক্ষার্থীর নাম:
২। বিদ্যালয়ের নাম:
৩। শ্রেণী:
৪। রোল:
৫। জন্মতারিখ:
৬। কোন ধরনের বই পছন্দ:
আবেদনকারীর স্বাক্ষর