প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান প্রস্তুতি

শ্রেণী-৩য়
বিষয়ঃ প্রাথমিক বিজ্ঞান
সময়- ২ ঘন্ট                                                              পূর্ণমান- ১০০

১। সঠিক উত্তর খাতায় লিখঃ
(১) কোনটি কঠিন পদার্থ?
(ক) পানি (খ) ফলের রস (গ) আইসক্রিম (ঘ) জলীয় বাষ্প

(২) কোনটি মানুষের তৈরি পরিবেশের উপাদান?
(ক) পাখি (খ) মাছ (গ) পাহাড় (ঘ) ঘরবাড়ি

(৩) কোনটি বৃদ্ধি পায়?
(ক) চেয়ার (খ) মোটর গাড়ি (গ) পাথর (ঘ) কবুতর

(৪) কোনটি নিরাপদ পানি?
(ক) ফুটানো পানি (খ) সাগরের পানি (গ) নদীর পানি (ঘ) পুকুরের পানি

(৫) কোন রং এর নলকুপ হতে নিরাপদ পানি পাওয়া যায়?
(ক) নীল (খ) সবুজ (গ) সাদা (ঘ) লাল

(৬) কোনটি তরল পদার্থ?
(ক) বরফ (খ) বুদবুদ (গ) তেল (ঘ) জলীয় বাষ্প

(৭) কোনটি বৃদ্ধি পায়না?
(ক) টেবিল (খ) গাছ (গ) মাছ (ঘ) মানুষ

(৮) পরিবেশের উপদানগুলি কয় ভাগে ভাগ করা যায়?
(ক) চার ভাগে (খ) দুই ভাগে (গ) পাঁচ ভাগে (ঘ) তিন ভাগে

(৯) পানির কয় অবস্থায় থাকতে পারে?
(ক) ৪ অবস্থায় (খ) ৩ অবস্থায় (গ) ২ অবস্থায় (ঘ) ৫ অবস্থায়

(১০) নিচের কোনটি জীব?
(ক) মোবাইল ফোন (খ) রিকশা (গ) মরিচ গাছ (ঘ) বাড়ি

(১১) নিচের কোনটিতে বসবাস করা যায়?
(ক) মরিচ গাছ (খ) বাড়ি (গ) রিক্সা (ঘ) সাইকেল

(১২) পৃথিবীর উপরি ভাগের কত ভাগ পানি?
(ক) ২ ভাগ (খ) ৩ ভাগ (গ) ৪ ভাগ (ঘ) ৬ ভাগ

(১৩) নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান?
(ক) গাছ (খ) টেবিল (গ) কলম (ঘ) বই

(১৪) পানির প্রাকৃতিক উৎস কোনটি?
(ক) বৃষ্টি (খ) কুয়া (গ) পুকুর (ঘ) পানির কল

(১৫) কোনটি স্তন্যপায়ী প্রাণী?
(ক) মুরগী (খ) চড়–ই (খ) গরু (ঘ) ঈগল

(১৬) নিচের কোনটি অপুষ্পদ উদ্ভিদ?
(ক) আম (খ) ঢেঁকি শাক (খ) শাপলা (ঘ) ধান

(১৭) নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে কোনটি?
(ক) উদ্ভিদ (খ) প্রাণী (গ) মানুষ (ঘ) সরীসৃপ

(১৮) বিরুৎ উদ্ভিদ কোনটি?
(ক) আম (খ) কলা (গ) মরিচ (ঘ) জবা

(১৯) কঠিন তরল ও বায়বীয় পদার্থের কোন বৈশিষ্ট্য নির্দিষ্ট থাকে?
(ক) ওজন (খ) আকার (গ) আয়তন (ঘ) বর্ণ

(২০) পৃথিবীতে কোন পানির পরিমাণ খুবই কম?
(ক) নদীর পানি (খ) স্বাদু পানি (গ) লবনাক্ত পানি (ঘ) সাগরের পানি

২। শূন্যস্থান পূরণ করঃ
(ক) বরফ হচ্ছে পানির ——- অবস্থা।
(খ) সমুদ্রের পানি ——-।
(গ) মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় ——- পরিবেশ।
(ঘ) চিংড়ি ও কেঁচো ——- প্রাণী।
(ঙ) পানি একটি ——- সম্পদ।
(চ) গাছপালা পাখি ও বায়ু ——- পরিবেশের উপাদান।
(ছ) পদার্থ ——- অবস্থায় থাকতে পারে।
(জ) পরিবেশের উপাদান ——- ধরনের?
(ঝ) উদ্ভিদের মূল কান্ড ——- থাকে।
(ঞ) বায়ু এবং জলীয় বাষ্প ——- পদার্থ।

৩। বাম পাশের সাথে ডান পাশের শব্দের মিল করঃ
বাম পাশ                                           ডান পাশ
(ক) পরিবেশ মুুলের সাহায্যে
(খ) উদ্ভিদ মাটিতে আটকে থাকে ২ প্রকার
(গ) কঠিন পদার্থের থাকে নির্দিষ্ট ৩ অবস্থা
(ঘ) তরল পদার্থের নেই আকার ও আয়তন
(ঙ) পানির নিদিষ্ট আকার

৪। সংক্ষেপে উত্তর লেখঃ
(ক) তরল পদার্থ কাকে বলে?
(খ) পানি দূষণের ২টি কারণ লেখ?
(গ) প্রাকৃতিক পরিবেশ পাঁচটি উপাদানের নাম লেখ।
(ঘ) জীব ও জড়ের মধ্যে ২টি পার্থক্য লেখ।
(ঙ) অপুষ্পক উদ্ভিদ কাকে বলে?
(চ) পানির দুইটি উৎসের নাম লেখ।
(ছ) পাঁচটি তরল পদার্থের নাম লেখ।
(জ) দুইটি উভচর প্রাণীর নাম লেখ।
(ঝ) কোন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন নেই?
(ঞ) পানি দূষণ রোধের একটি উপায় লেখ।

৫। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ
(ক) উদ্ভিদ এবং প্রাণীর তিনটি পার্থক্য লেখ।
(খ) পদার্থ কী? পানির তিনটি অবস্থার নাম লিখ।
(গ) পানি দূষনের তিনটি কারণ লিখ।
(ঘ) আমরা কী কী কাজে পানি ব্যবহার করি।
(ঙ) প্রাকৃতি পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখ।
(চ) উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ আমাদের কী কী কাজে লাগে।
(ছ) মেরুদন্ড প্রাণীকে কয়টি দলে ভাগ করা যায়। প্রত্যেক দলের একটি করে উদাহরণ দাও।

৬। বাজিতপুর গ্রামের বর্গাচাষী রহিম মিয়ার আজ খুশির দিন। কেননা, নতুন ফসল কেটে সে আজ বাড়িতে তুলেছে। রহিমের স্ত্রী ও ছেলেমেয়েরাও আজ খুব আনন্দিত। তারা মায়ের কাছে নতুন ধানের চাল দিয়ে পিঠা ও পায়েস খাওয়ার আবদার করছে। রহিম মিয়ার মনে দুঃখ, কষ্টে ফলানো ফসল অন্যের ঘরে চলে যায়। যদি নিজের কিছু জমি থাকতো তাহলে এ কষ্ট আর থাকতো না।
(ক) সমাজবিজ্ঞান কাকে বলে।
(খ) “সমাজবিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান”- কথাটি বুঝিয়ে লিখো।
(গ) উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয়? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top