সপ্তম শ্রেণী
বিষয়ঃ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা (বহুনির্বাচনী)
সময়ঃ ৩০ মিনিট পূর্ণমানঃ ৩০
১। ঈশ্বর শব্দটির অর্থ কী?
(ক) জ্ঞান (খ) প্রভু
(গ) স্তুতি (গ) তপস্যা
২। কে শৃঙ্খলার সঙ্গে জীব ও জগৎকে নিয়ন্ত্রণ করছেন?
(ক) ঈশ্বর (খ) দেবাত
(গ) অবতার (গ) অসুর
৩। সৃষ্টি বলতে কী বোঝায়?
(ক) যিনি সংহার করেন (খ) যিনি সৃষ্টি করেন
(গ) যিনি অবতরণ করেন (ঘ) যিনি পালন করেন
৪। ঈশ্বরের পৃথিবীতে অবতাররুপে আর্বিভ‚ত হওয়ার কারণ-
(i) দুষ্টের দমন
(ii) জীবের কল্যাণ
(iii) সৌন্দর্য উপভোগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৫। ঈশ্বরের অপর নাম কী?
(ক) ব্রক্ষ (খ) বিষ্ণু
(গ) দেবতা (ঘ) অবতার
৬। কে ঈশ্বরের পূর্ণ অবতার?
(ক) শ্রীকৃষ্ণ (খ) শ্রীরাম
(গ) বিষ্ণু (ঘ) শ্রী চৈতন্য
৭। মৃৎ শিল্পীর তৈরি করেন-
(i) হাড়ি- পাতিল
(ii) খেলনা
(iii) প্রতিমা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৮। হিন্দু ধর্মানুসারে স্রষ্টাকে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন-
(i) ভগবান
(ii) ঠাকুর
(iii) পরমাত্মা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৯। ঈশ্বরের বিভিন্ন শক্তিকে-কী বলে?
(ক) দেবতা (খ) সংহারেক
(গ) বিষ্ণু (ঘ) অবতার
১০। ঈশ্বরের নিরাকার স্বরুপকে কী বলা হয়?
(ক) অবতার (খ) ব্রক্ষ
(গ) আত্মা (ঘ) ভগবান
১১। এবং মদ্ বিপ্রা বহুধা বদন্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) ঈশ্বর এক
(খ) ঈশ্বরের কোন রুপ নেই
(গ) ঈশ্বর এক হলেও বহুরুপ
(ঘ) ঈশ্বর নিরাশর
১২। ব্রক্ষা, বিষ্ণু ও শিব-এরা ঈশ্বরের-
(i) তিনটি প্রধান কর্মের রুপ
(ii) সাকার রুপ
(iii) সৃষ্টি, স্থিতি ও বিনাশের রুপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৩। হিন্দুধর্মের প্রজাপতি কাকে বলা হয়?
(ক) বরুন (খ) অগ্নি
(গ) ইন্দ্র (ঘ) ব্রক্ষা
১৪। অগ্নি কিসের দেবতা?
(ক) তেজের (খ) জলের
(গ) মৃত্যুর (ঘ) আকাশের
১৫। পুরাণের রচয়িতা কে?
(ক) বাল্মীকি (খ) ব্যাসদেব
(গ) শ্রী-চৈতন্য (ঘ) শ্রীবৃষ্ণ পরম হংসদেব
১৬। চন্ডীতে কতটি শেলাক আছে?
(ক) সাতশত (খ) নয়শত
(গ) আটশত (ঘ) পাঁচশত
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
মহাভারতে বলা হয়েছে, যে পরিবারে নারীর প্রতি যথাযোগ্য মর্যাদা প্রদান করা হয়, দেবতার সে পার করে আনন্দেবাস করেন।
১৭। অনুচ্ছেদ সে বিষয়ের প্রতি গুরুত্বরোপ করা হয়েছে-
(ক) নারীর ক্ষমতায়ন (খ) নারীর মর্যাদা
(গ) নারীর মুক্তি (ঘ) নারীর স্বাধীনতা
১৮। উল্লেখিত বিষয়টি প্রদর্শনের উপায় হলো-
(i) নারীকে আদশক্তি মহামায়ার অংশ মনে করা
(ii) নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা
(iii) সমতাপূর্ণ আচরণ করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৯। হিন্দুধর্মে ঈশ্বর প্রকৃতি বা শক্তিকে-
(ক) শিশু (খ) নারী
(গ) পুরুষ (ঘ) যুবক
২০। নারী শক্তিকে কী বলা হয়?
(ক) আদ্যাশক্তি মহামায়া (খ) আলৌলিক শকিত্
(গ) অভ্রভেদী শক্তি (ঘ) মায়া শক্তি
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাওঃ
বিনয়বাবু মনে করেন, প্রত্যেক কর্মেই ফল আছে। শুভ কর্মের জন্য ফল শুভ আবার অশুভ কর্মের ফল অশুভ বা পাপ। এই কর্মফল প্রত্রেক কর্মকর্তাকে অবশ্যই ভোগ করতে হবে।
২১। বিনয় বাবুর মনোভাবে কোনটি প্রতিফলিত হয়েছে?
(ক) ঈশ্বরতত্ত্ব (খ) কর্মবাদ
(গ) অবতারবাদ (ঘ) জন্মান্তরবাদ
২২। উক্ত বিষয়টির অন্তর্ভুক্ত-
(i) পূজা- অর্চনা (ii) ব্যবসা-বাণিজ্য
(iii) লেখাপড়া করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৩। মধ্যাহ্নকৃত্যের পর কোন কৃত্য?
(ক) পূর্বাহ্ন (খ) অপরাহ্ন
(গ) সায়াহ্ন (ঘ) নৈশ
২৪। নিত্যকর্ম কত প্রকার?
(ক) দুই (খ) চার
(গ) ছয় (ঘ) আট
২৫। আমাদের কখন ঘুম থেকে উঠতে হবে?
(ক) সূর্যোদয়ের সময় (খ) সূর্যোদয়ের কিছু আগে
(গ) সূর্যোদয়ের কিছু পরে (ঘ) সূর্যাস্তের কিছু আগে
২৬। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কাকে প্রণাম করতে হয়?
(ক) শিক্ষককে (খ) দাদ-দিদাকে
(গ) পিতা-মাতাকে (ঘ) কাকা-কাকিকে
২৭। রাতে কি বলে ঘুমাতে হয়?
(ক) পদ্মনাভ (খ) ব্রহ্মা
(গ) দূর্গা (ঘ) শ্রীহরি
২৮। শলভাসনটি কতক্ষণ করতে হয়?
(ক) ১০-২০ সেকেন্ড (খ) ২০-৩০ সেকেন্ড
(গ) ৩০-৪০ সেকেন্ড (ঘ) ৪০-৫০ সেকেন্ড
২৯। অনিক সর্বদা চঞ্চল প্রকৃতির। সে কোন আসন অনুশীল করলে উপকার পাবে?
(ক) শবাসন (খ) শলভাসন
(গ) পদ্মাসন (ঘ) পশ্চিমোত্তানাসন
৩০। হিমালয় দেবি দূর্গাকে কি দিলেন?
(ক) ত্রিশুল (খ) খড়গ
(গ) সিংহ (ঘ) ময়ূর