অষ্টম শ্রেণী
বিষয়ঃ বিজ্ঞান (বহুনির্বাচনী)
সময়ঃ ৩০ মিনিট পূর্ণমানঃ ৩০
১। এ পর্যন্ত কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?
(ক) ১০ লক্ষ (খ) ১২ লক্ষ
(গ) ১৫ লক্ষ (ঘ) ২০ লক্ষ
২। মানুষের বৈজ্ঞানিক নাম কি?
(ক) Homo sapiens (খ) Homo Spice
(গ) Sapiens (ঘ) Humans
৩। অ্যানিম্যালিয়া জগতের প্রাণিদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে।
(ক) ৮ (খ) ২
(গ) ৯ (ঘ) ১০
৪। জোঁক কোন পর্বের প্রাণী?
(ক) অ্যানেলিজা (খ) আর্থোপোডা
(গ) নেমাটোডা (ঘ) প্লাটিহেলমিনথেস
৫। মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?
(ক) স্তন্যপায়ী (খ) উভচর
(গ) সরীসৃপ (ঘ) পক্ষীকল
৬। প্রতিটি জীবের দেহ-দিয়ে গঠিত।
(ক) কোষ (খ) অ্যামাইটোসিস
(গ) মিয়োসিস (ঘ) মাইটোসিস
৭। নিউক্লিক এসিড কয় ধরণের?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
৮। মানুষের কোষ নিয়ন্ত্রণ করে কোনটি?
(ক) DNA (খ) RNA
(গ) নিউক্লিওলাস (ঘ) সেন্ট্রোমিয়ার
নিচের অংশটুকু পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ
রহিম অনবীক্ষণ যন্ত্রের সাহায্য পিঁয়াজের কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিওলাম কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না, তবে ক্রমোজোমগুলো মাজ বরাবর অবস্থান করতে দেখল।
৯। রহিম কোষ বিভাজনের কোন দশা পর্যবেক্ষণ করেছিল?
(ক) প্লোফেজ (খ) প্লো-মেটাফেজ
(গ) মেটাফেজ (ঘ) অ্যানাফেজ
১০। সফওয়ান পর্যবেক্ষণ কৃত দশটির পরবর্তী দশায়-
(i) ক্লোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে
(ii) ক্লোমাটিজগুঘেলা পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে
(iii) সেন্ট্রোমিয়ার ছভাগে বিভক্ত হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১১। প্রস্বেদন কোথায় সংঘটিত হয়?
(ক) পাতা (খ) কান্ড
(গ) মূল (ঘ) গুড়ি
১২। প্রস্বেদন কত প্রকার?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
১৩। অভিসূরণ প্রক্রিয়ায়-
(i) অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়
(ii) দ্রাব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়
(iii) দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দিকে ধাবিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৪। কোন প্রক্রিয়াকে Necessary evil বারষ বলা হয়-
(ক) ব্যাপন (খ) প্রস্বেদন
(গ) অভিশ্রাবণ (ঘ) সংশ্লেষণ
১৫। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে-করে
(ক) আকর্ষণ (খ) বিকর্ষণ
(গ) আকর্ষণ করে না (ঘ) বিকর্ষণ করে না
১৬। মহাকর্ষ সূত্র কে প্রদান করে?
(ক) নিউটন (খ) গ্যালিলি ও
(গ) আইনস্টাইন (ঘ) হেইমার
১৭। ম- এর আদর্শ মান কত?
(ক) ৯.৮ (খ) ৯.৭৮
(গ) ৯.৮৩ (ঘ) ৭.৮
১৮। পৃথিবীর পৃষ্ঠে ১০ কেজি ভরের বস্তুর ওজন কত হবে?
(ক) ৯০ নিউটন (খ) ৮০ নিউটন
(গ) ৯৮ নিউটন (ঘ) ১০ কেজি
১৯। ওজনের একক কি?
(ক) গ্রাম (খ) কিলোগ্রাম
(গ) নিউটন (ঘ) মিনিমিটার
২০। বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক?
(ক) অবস্থানের পরিবর্তনে বস্তুর ভর পরিবর্তিত হয়
(খ) বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলই ভর
(গ) বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই ভরৎ
(ঘ) ভরের একক নিউটন
নিচের চিত্র হতে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাওঃ
২১। গ ও ঘ এর মধ্যেকার আকর্ষণ বল নিউর করে-
(i) বস্তু দুটির ভরের উপর
(ii) মধ্যবর্তী দূরত্বের উপর
(iii) মাধ্যমের প্রকৃতির উপর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২২। বস্তুদ্বয়ের ভরের গুণফল ৩৬০০ গ্রাম২ হলে বলের কি পরিবর্তণ হবে?
(ক) অর্ধেক হবে (খ) দ্বিগুণ হবে
(গ) তিনগুন হবে (ঘ) চারগুণ হবে
মাসুম ঘরের ফুলদানিতে কিছু সুগন্ধি ফুল রেখে লক্ষ্য করল কিছুক্ষণ পর ফুলের সুবাসে পুরোঘর ভরে গেছে এ ঘটনার সংঙ্গে বিজ্ঞান বইয়ের কোন বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করল।
২৩। উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি?
(ক) ব্যাপন (খ) অভিস্রবণ
(গ) প্রস্বেদন (ঘ) শ্বন
২৪। উল্লিখিত প্রক্রিয়ায়-
i. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে
ii. উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়
iii. উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বনডাই অক্সাইড গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৫। সরীসৃপ প্রাণী-
i. বুকে ভর দিয়ে চলে
ii. ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত
iii. কুমির, সাপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৬। স্তন্যপায়ী প্রাণী-
i. উষ্ণ রক্তের প্রাণী
ii. চোয়ালে বিভিন্ন দাঁত থাকে
iii. হৃৎপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৭। কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা যায়?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৪
২৮। Ascidia কোন উপপর্বের প্রাণী?
(ক) কর্ডাটা (খ) ইউরোকর্ডাটা
(গ) সেফালোকর্ডাটা (ঘ) মলস্কা
২৯। শ্রেণি বিন্যাসের জনক কে?
(ক) ক্যারোলাস লিনিয়াস (খ) জনরে
(গ) নিউটন (ঘ) অ্যারিস্টটল
৩০। Scypha কোন পর্বের প্রাণী?
(ক) পরিফেরা (খ) নিডারিয়া
(গ) কর্ডাটা (ঘ) মলাস্কা