শ্রেনী: চতুর্থ
বিষয়: হিন্দু ধর্ম
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান:১০০
১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখঃ
(ক) পৃথিবীর সবকিছুই ঈশ্বরের সৃষ্টি। এরুপ দুটি সৃষ্টির নাম লেখ?
(খ) ঈশ্বর সর্বত্র বিরাজমান। তিনি কীরুপে জীবের মধ্য অবস্থান করেন?
(গ) তুমি সৃষ্টির দেবতার পূজা করতে চাও। তুমি কার পূজা করবে?
(ঘ) শিবকে ধ্বংসের দেবতা বলা হয়। আমাদের মঙ্গলের জন্য তিনি কী করেন?
(ঙ) অর্পিতা খুবই দূর্বল প্রকৃতির, তার সাহজ নেই বললেই চলে। এ অবস্থাই সে কোন দেবির আরাধনা করবে?
(চ) তমাল একজন ক্ষত্রিয়া। তাঁর প্রধান কাজ কী?
(ছ) হিন্দুধর্মের একজন অনূসারী হিসেবে তুমি কোন গ্রন্থটিকে প্রধান ধর্মগ্রন্থ হিসেবে মানবে?
(জ) এক সহপাঠির বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তুমি সব ধর্মের মানুষকে দেখতে পেলে। এখানে তাদের কোন গুণগুলো ফুটে উঠেছে?
(ঞ) সুশান্ত বাবু কখনো প্রতিজ্ঞা করেন না। তাকে আমরা কী বলতে পারি।
(ট) পাঁচজন বিশেষ গরুর মধ্যে যেকোনো দুজনের নাম লেখ।
(ঠ) তুমি স্বাস্থ্য রক্ষা করতে চাও। এর দুটি উপায় লেখ।
(ড) তোমার এক বন্ধু মস্তিষ্ককে সুস্থ রাখতে আসন অনুশীলন করতে চায়। সে কোন আসন অনুশীলন করবে?
(ঢ) করোনা মহামারির কারণে দেশ এক কঠিন সংকটের মধ্য রয়েছে। এ অবস্থায় একজন দেশ প্রেমিকের দুটি করণীয় লোখো।
(ণ) শিক্ষক হিন্দুধর্ম পড়ানোর সময় শিক্ষার্থীদের মন্দিরে গিয়ে দেব দেবির দর্শন করতে বললেন? তিনি কেন এটি বললেন?
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। (যে কোন বারোটি)
(ক) জীবকে ভালোবাসাই —— ভালোবাসা।
(খ) ঈশ্বর নিজেই নিজের ——।
(গ) ঈম্বর যে রুপে সৃষ্টি করেন তাঁর নাম ——।
(ঘ) রাজা হয়েও যিনি ঋষি তিনি ——।
(ঙ) মহাভারতের কাহীনি —— সমান।
(চ) মুসলমানরা উপসনার জন্য যায় ——।
(ছ) সকলের ভালোর ত্যাগ স্বীকার করাও ——।
(জ) ধার্মিক ব্যক্তি সর্বদা —— রক্ষা করেন।
(ঝ) যাঁরা আমাদের চেয়ে বয়সে বড় তাঁরাই আমাদের ——।
(ঞ) মস্তিষ্ক হচ্ছে —— কেন্দ্রস্থল।
(ট) দেশপ্রেমিকরুপে কার্তবীর্য ——‘ হয়ে রইলেন।
(ঠ) দেশের উন্নতির জন্য কাজ করাও ——।
(ড) শ্রীকৃষ্ণের জন্মদিনে —— উৎসব পালিত হয়।
(ঢ) ভক্তরা মন্দিরে —— দর্শন করতে যান।
৩। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লেখো।
বাম ডান
(ক) দধীচি মুনি অমর হয়ে আছেন গরুর আদেশে
(খ) রাজার অতক্ষ্মীর মূর্তি কিনে নেয় যোগব্যায়াম
(গ) আরুনি জমির আল বাঁধতে গেল উদারতার জন্য
(ঘ) শরীরের জন্য খুবই উপকারী ধর্মেরতাঙ্গা
(ঙ) দেশপ্রেম দেশপ্রেমের জন্য
প্রতীজ্ঞা রক্ষার জন্য
অপরিমিত আহার
৪। যে কোন আটটি প্রশ্নের উত্তর দাওঃ
(ক) আমাদের এ পৃথিবীতে সৃষ্টিকর্তা কে? তাঁকে কে সৃষ্টি করেছেন? তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ থাকব কেন? চারটি বাক্য লেখো।
(খ) বেলপাতা একজন দেবতার খুব প্রিয়। তাই তারা পূজা অবশ্যই বেলপাতার প্রয়োজন। এখানে দেবতার কথা বলা হয়েছে? উক্ত দেবতার পূজা করা হয় কেন? এ দেবতা সম্পর্কে চারটি বাক্য লেখ।
(গ) ক্ষত্রিয়া একজন রাজা কঠোর তপস্যা করে ব্রাক্ষণত্ব ব্রক্ষর্ষি হয়েছিলেন। ব্রক্ষার বরে তিনি রাজর্ষি এবং পরে শিক্ষা পাই? তার সম্পর্কে চারটি বাক্য লেখ।
(ঘ) মৌসুমীর মা সবাইকে ভালোবাসেন ও আদর করেন। তিনি সবাইকে নিজ সন্তানের মতোই দেখেন। তাঁর মধ্যে কোন নৈতিক গুণটি ফুঠে ওঠেছে? এ গুণটির প্রয়োজনীয়তা সম্পর্কে ৫টি বাক্য লেখ।
(ঙ) প্রতিজ্ঞা শব্দের অর্থ কী? রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্প থেকে কি শিক্ষা পাও তা পাঁচটি বাক্য লেখো।
(চ) তুমি কাদের শ্রদ্ধা নিবেদন করবে? কীভাবে শ্রদ্ধা নিবেদন করবে তা ৫টি বাক্য লেখো।
(ছ) তোমার বাবা নিয়মিত যোগব্যায়াম অনুশীলন করেন। এর বিভিন্ন পদ্ধতিকে কী বলে? এরুপ দুটি পদ্ধতির নাম লেখ। নিয়মিত যোগব্যায়াম অনুশীলনের ফলে তোমার বাবা কী উপকার পাবেন তা তিনটি বাক্যে লেখো।
(জ) বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের সুস্থ থাকা জরুরি। এসুস্থ থাকাকে কী বলা হয়? এজন্য আমাদের করতে হবে এমন পাঁচটি কাজের নাম লোখো।
(ঝ) করেনা ভাইরাসের কারণে যখন স্বজনরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, মৃতের সৎকারে এগিয়ে আসছিলেন না কেউ, তখন আপন পর, ধর্ম-অধর্মের বিভেদ ঘুচিয়ে কাউন্সিলর খোরশেদ তার দল নিয়ে কোভিড-১৯ বা এ রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া লাশের দাফন ও দাহ করেছেন। তাদের মধ্যে কোন গুণটি প্রকাশ পেয়েছে? আরও কীভাবে এ গুণটির প্রকাশ ঘটানো যায়? পাঁচটি বাক্যে লেখ।
(ঞ) তুমি পূজা- আচর্না করার জন্য কোথাও যাও? সেখানে কাদের পূজা কর? সেখানে গিয়ে পূজা করলে কী হয়? চারটি বাক্যে লেখো।