সৃজনশীল প্রশ্ন
সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমানঃ ৩০
[দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগ হতে দুটি এবং খ বিভাগ হতে একটি মোট তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]
ক বিভাগ- গদ্য
১। চন্দনার বিয়ে তার বাবা বলল, ‘ছেলেপক্ষ এত ভালো যে, তারা কিছুই চায় না। কিন্তু আমার মন মানে না। এতোবড়ো বাড়িতে তোকে খালি হাতে পাঠাই কী করে? তাই ভাবছি-যত ইলেকট্রনিক্স লাগে, সব তোর সঙ্গে পাঠাব।’ চন্দনা দৃঢ় কণ্ঠে বলল, ‘না! আমার বিয়েটা দৃষ্টান্ত হয়ে থাক, বাবা।’
(ক) অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে?
(খ) ‘এইটে একবার পরখ করিয়া দেখো।’- ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের বাবা চরিত্রের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের শম্ভুনাথ সেনের তুলনা কর।
(ঘ) উদ্দীপকের চন্দনা ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে কি? তোমার মতের পক্ষে যুক্তি দেখাও।
২। সত্য নিজের শক্তিতে বলীয়ান। সেজন্য সত্য কখনো অন্যের ওপর নির্ভরশীল নয়। সত্যের শক্তি না থাকলে পৃথিবী এতদিন টিকে থাকত না। সমাজের পরতে পরতে যে অসত্য লুকিয়ে আছে তার চিত্র বাস্তবায়িত হতো। বাস্তবজীবনে সত্যের সাধনা জীবনকে সার্থক ও সুন্দর করে তোলে। তাই সত্যের শক্তি সার্বজনীন।
(ক) কে বাইরের গোলামি থেকে রেহাই পায় না?
(খ) ‘আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত’। ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের মূলভাব ‘আমার পথ’ প্রবন্ধের সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে যে প্রাণশক্তি প্রকাশিত হয়েছে তা ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে মূল্যায়ন কর।
৩। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে
বিষাক্ত গ্যাসের মতো বীভসৎ গন্ধ দিয়েছে ছড়িয়ে
আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা।
(ক) প্রিন্সিপাল কাকে তোয়াজ করতেন?
(খ) ‘ক্রাক-ডাউনের রাত’ বলতে কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
(ঘ) ‘‘উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের একটি বিশেষ দিক প্রকাশিত হয়েছে।’’- মূল্যায়ন কর।
খ বিভাগ-পদ্য
৪। রত্নার সন্তানটি বিশেষ চাহিদাসম্পন্ন ‘অটিস্টিক’। স্বামীর আকস্মিক মৃত্যুর পর সে গার্মেন্টস এ কাজ নেয়। রত্নার মা ছেলের দেখাশোনা করে। হঠাৎ একটিদন রত্নার বাক্শক্তিহীন ছেলেটি কোথাও চলে যায়। পাগলপ্রায় রত্না সবকিছু ছেড়ে তার হারানো ছেলেকে খুঁজে চলেছে।
(ক) কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কী?
(খ) ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির উদাসীনতার কারণ ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের সঙ্গে কবিতার ভাবগত সাদৃশ্য তুলে ধরো।
(ঘ) ‘প্রিয়জন হারানোর বেদনা কবিতা এবং উদ্দীপকে ভিন্নভাবে উপস্থাপিত-তোমার মত দাও।
৫। রফিক মার্চের উত্তাল সময়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসে। গ্রামে এসে সে সমবয়সিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে, তারা যুদ্ধের ট্রেনিং নিতে ভারতে যাবে। পরিবারের উদ্দেশ্যে চিরকুট লিখে সবাই রাতের আঁধারে ঘর ছাড়ে।
(ক) আঠারো বছর বয়স কী জানে?
(খ) কবি কেন এ দেশের বুকে আঠারো বছর বয়সিদের নামিয়ে আনতে চান?
(গ) উদ্দীপকের রফিকের মাঝে আঠারো বছর বয়সের কোন দিকটি স্পষ্ট? ব্যাখ্যা কর।
(ঘ) ‘তরুণ মানেই দেশমাতৃকার দুঃসময়ের শক্তি।’- মন্তব্যটি উদ্দীপক ও কবিতার আলোকে ব্যাখ্যা কর।
৬। উদ্দীপকের চিত্রটি লক্ষ্য করো এবং নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
(ক) তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি কী?
(খ) তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটর-এর কার্য পদ্ধতির মূল পার্থক্য ব্যাখ্যা কর।
(গ) পূর্ণ চক্রে কাজ ও ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় কর।
(ঘ) এনট্রপির পরিবর্তন হবে কিনা, গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
৭। সমান ব্যাসার্ধের দুটি গোলক অ ও ই শূন্যস্থানে পরস্পর থেকে ১৫পস দূরে অবস্থিত। অ গোলকে চার্জ +৩১০১২প এবং ই গোলকে চার্জ +১২১০১২প আছে।
(ক) কার্শকের ২য় সূত্রটি লিখ।
(খ) কোন পরিবাহীর রোধ ১ বলতে কী বুঝায়?
(গ) চ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় কর।
(ঘ) চ বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কি? গাণিতিক বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন কর।
৮। ভ‚-পৃষ্ঠে একটি রকেট এর দৈর্ঘ্য ১০স এবং ভর ৫০০০শম এটি ভ‚-পৃষ্ঠের কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে ৩১০৭সং১ বেগে চলতে শুরু করল।
(ক) অর্ধপরিবাহী বলতে কী বুঝ?
(খ) প্রোটনের কম্পটন তরঙ্গদৈর্ঘ্য কত?
(গ) উদ্দীপকের আলোকে রকেটের চলমান দৈর্ঘ্য নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের রকেটেটির বেগ দ্বিগুন করা হলে এর ভরের কীরূপ পরিবর্তন হবে- গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।
৯। নিচের চিত্রে সময়ের সাথে তেজষ্ক্রিয় পদার্থের অঙ্কিত পরমাণুর সংখ্যা ঘ-এর লেখ দেখানো হয়েছে।
(ক) বোর মডেলের স্বীকার্য কয়টি? প্রথম স্বীকার্ড বিবৃত কর।
(খ) অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন কর।
(গ) তেজষ্ক্রিয় পদার্থের অর্ধায়ু ১৫৯০ বছর হলে এর গড় আয়ু ও অবক্ষয় ধ্রæবকের মান নির্ণয় কর।
(ঘ) দেখাও যে, উদ্দীপকের লেখটি তেজষ্ক্রিয় ক্ষয় সূত্র মেনে চলে।